Advertisement
২১ মে ২০২৪
বিশ্ব মৃত্তিকা দিবস

মাটির স্বাস্থ্য জানতে চাষিকে কার্ড দেবে কৃষি দফতর

সোমবার ছিল বিশ্ব মৃত্তিকা দিবস। এই উপলক্ষে মাটির স্বাস্থ্য বজায় রেখে খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় হুগলি জেলার বিভিন্ন ব্লকের চাষিদের হাতে তুলে দেওয়া হল মাটির স্বাস্থ্য কার্ড।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ ও বাগনান শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:০১
Share: Save:

সোমবার ছিল বিশ্ব মৃত্তিকা দিবস। এই উপলক্ষে মাটির স্বাস্থ্য বজায় রেখে খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় হুগলি জেলার বিভিন্ন ব্লকের চাষিদের হাতে তুলে দেওয়া হল মাটির স্বাস্থ্য কার্ড। এতে চাষিরা জানতে পারবেন তাঁদের জমির মাটিতে গাছের প্রয়োজনীয় খাদ্যের কোনও অভাব আছে কি না। থাকলেও সেটা কী ধরনের। কৃষি দফতরের পরামর্শ নিয়ে তাঁরা সেই ঘাটতি পূরণ করতে পারবেন।

হুগলি জেলা কৃষি আধিকারিক অশোক তরফদার বলেন, ‘‘জেলার সমস্ত ব্লকে প্রায় এক হাজার চাষিকে তাঁদের জমির মাটির স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। মাটির স্বাস্থ্য রক্ষা নিয়ে ব্লকগুলি এবং জেলা স্তরে সচেতনতা শিবির আয়োজিত হবে।’’

এ দিন বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বাগনান ১ ব্লক কৃষি দফতরের উদ্যোগে চাষিদের নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেখানে জৈব চাষের উপরে গুরুত্ব দিতে বলে কৃষি দফতর। বীজ খামারে আয়োজিত এই আলোচনাচক্রে কৃষি দফতরের আধিকারিকেরা জানান, রাসায়নিক সারের ক্রমাগত ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। এই অবস্থায় আরও বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে। বাগনান-১ ব্লকের কৃষি সম্প্রসারণ আধিকারিক সঙ্গীতা জানা বলেন, ‘‘জৈব সারে উৎপাদিত ফসল পরীক্ষা করে শংসাপত্র দেওয়ার বিষয়ে কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agricultural department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE