Advertisement
০৬ মে ২০২৪

ব্যাটারি চুরি, গ্রেফতার

রাতে টহ‌ল দেওয়ার সময় ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে বমাল গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ের কাছে।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০২:৫৭
Share: Save:

রাতে টহ‌ল দেওয়ার সময় ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে বমাল গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ের কাছে। তবে তৃণমূলের কয়েকজন নেতা ধৃতকে ছেড়ে দেওয়ার আর্জিতে পুলিশের কাছে অনুরোধ করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত শানু ঝাকে শুক্রবার আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়।

পুলিশ সূত্রের খবর, বছর তেইশের শানুর বাড়ি চাঁপদান‌িতে। অভিযোগ, শুক্রবার রাতে পিয়ারাপুর মোড়ের কাছে একটি মোবাইলের টাওয়ারের ঘর থেকে সাতটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি একটি ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। টহলরত পুলিশকর্মীরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। পুলিশ জানায়, এর পরেই তাঁকে ছাড়ানোর জন্য আসরে নামেন চাঁপদানির তৃণমূল নেতা বিক্রম গুপ্ত। যিনি ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত। পুলিশের দাবি, তবে তিনি নিজে নন, শ্রীরামপুরের এক দলীয় দাপুটে কাউন্সিলরের মাধ্যমে পুলিশের উপর চাপ সৃষ্টি করেন ধৃতকে ছেড়ে দেওয়ার জন্য। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘এই ভাবে হাতেনাতে ধরা পড়ার পরেও যদি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। ওই দাবি মানা হয়নি।’’ এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন বিক্রমবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrested battery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE