Advertisement
০২ মে ২০২৪

ঘোষণার ৬ বছর পরেও প্রতি ব্লকে আইটিআই কলেজ শিকেয়

রাজ্যে ২০১১ সালে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতি ব্লকে একটি করে আইটিআই কলেজ হবে। কিন্তু ৬ বছর পরেও হুগলির অর্ধেক ব্লকে তা হয়নি।

জাঙ্গিপাড়ার আইটিআইতে পঠনপাঠন শুরু হয়েছে।—নিজস্ব চিত্র।

জাঙ্গিপাড়ার আইটিআইতে পঠনপাঠন শুরু হয়েছে।—নিজস্ব চিত্র।

প্রকাশ পাল
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:২৮
Share: Save:

রাজ্যে ২০১১ সালে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতি ব্লকে একটি করে আইটিআই কলেজ হবে। কিন্তু ৬ বছর পরেও হুগলির অর্ধেক ব্লকে তা হয়নি।

দ্বিতীয় দফায় তৃণমূল ক্ষমতায় আসার পরেও হুগলির ১৮টি ব্লকের অর্ধেকেও গড়ে ওঠেনি আইটিআই কলেজ। যে কয়েকটি ব্লকে হয়েছে সেখানেও কাজ প্রাথমিক স্তরে রয়েছে। কোথাও শুধু ভবন তৈরি হয়েছে। কোথাও জমি চিহ্নিত হয়েছে। মাত্র একটিতে পঠনপাঠন শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, কলকাতার কাছের সাহাগঞ্জ ও গোঘাটে আইটিআই কলেজ রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে বিভিন্ন ব্লকে এই ধরনের কলেজ তৈরির উদ্যোগ শুরু হয়। জাঙ্গিপাড়া ব্লকে ভবন তৈরির কাজ শেষ। সেখানে মাস কয়েক আগে পঠনপাঠন চালু হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পুরশুড়ার আইটিআই কলেজ। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কিঙ্কর মাইতি বলেন, ‘‘আশা করছি শীঘ্রই কলেজটির উদ্বোধন হবে।’’ পান্ডুয়ার ইলছোবায় কলেজের ভবন তৈরির কাজ শেষ পথে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

কিন্তু বেশিরভাগ ব্লকেই ছবিটা অন্য। চণ্ডীতলা ২ ব্লকের কলাছড়ায় এক ব্যক্তি আইটিআই কলেজের জন্য জমি দান করতে চেয়ে বছর কয়েক আগে আবেদন করেন প্রশাসনের কাছে। প্রশাসনিক স্তরে সেই জমি পরিদর্শনও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত জায়গাটি নাকচ করা হয়। ঠিক হয়, যাতায়াতের সুবিধার জন্য ডানকুনিতে ওই কলেজ তৈরি করা হবে। প্রশাসনের একটি সূত্রে খবর, ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে জমিও চিহ্নিত করা হয়েছে। কিন্তু তার পরে কাজ বিশেষ এগোয়নি। জমি চিহ্নিত হলেও এখনও আইটিআই কলেজ ভবনের একটা ইটও গাঁথা হয়নি আরামবাগে। ধনেখালি, বলাগড়, তারকেশ্বরেও এক ছবি। বলাগড়ের সোমড়া ১ পঞ্চায়েতের বহিরা এলাকায় অসম লিঙ্ক রোডের ধারে সরকারি জমি চিহ্নিত করা হয় কলেজের জন্য। কিন্তু একচুলও কাজ এগোয়নি। স্থানীয় বিধায়ক অসীম মাঝি বলেন, ‘‘জমি চিহ্নিত করে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠা‌নো হয়েছে।’’

মুখ্যমন্ত্রীর ঘোযণার ৬ বছর পরেও আইটিআই কলেজ নিয়ে এমন অবস্থা কেন?

রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘‘জেলার তিনটি ব্লকে কলেজ ভবন তৈরি হয়ে গিয়েছে। জাঙ্গিপাড়ায় পঠনপাঠন চালু হয়েছে। তবে, কলেজ তৈরি করতে যে পরিমাণ জমি দরকার, সর্বত্র তা একলপ্তে পাওয়া যায়নি। সেই কারণেই ওই সব জায়গায় কাজ হয়নি। তবে সব জায়গাতেই দ্রুত জমি খোঁজা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ITI college Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE