Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তীর্থঙ্করের হ্যাটট্রিক, হকিতে চ্যাম্পিয়ন গোয়াবাগান

বিপক্ষকে পর্যুদস্ত করে হুগলির চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন (সিএসএ) আয়োজিত অনূর্ধ্ব ১৬ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ফরাসডাঙা গোয়াবাগান স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা ৫-০ গোলের ব্যবধানে হারাল দেশবন্ধু স্পোর্টিং ক্লাবকে।

জয়ের পরে। ছবি: প্রকাশ পাল।

জয়ের পরে। ছবি: প্রকাশ পাল।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০১:১৯
Share: Save:

বিপক্ষকে পর্যুদস্ত করে হুগলির চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন (সিএসএ) আয়োজিত অনূর্ধ্ব ১৬ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ফরাসডাঙা গোয়াবাগান স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা ৫-০ গোলের ব্যবধানে হারাল দেশবন্ধু স্পোর্টিং ক্লাবকে।

রবিবার ফাইনালের শুরু থেকেই খেলার রাশ হাতে তুলে নেয় গোয়াবাগানের ক্লাবটির ছেলেরা। তাদের তীর্থঙ্কর চৌধুরী একাই তিনটি গোল করে ম্যাচের নায়ক বনে যায়। অপর দু’টি গোল সায়ন পাল এবং সৌরজিৎ পালের। হ্যাটট্রিক করার সুবাদে তীর্থঙ্করের মাথাতেই ফাইনালের সেরা খেলোয়াড়ের শিরোপা ওঠে। ম্যান অব দ্য টুর্নামেন্ট শরৎ সঙ্ঘের বিষ্ণু পাসোয়ান। ফাইনাল খেলাটি পরিচালনা করেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন (বিএইচএ) প্রেরিত আম্পায়ার সুমিত দাঁ এবং অভিষেক দাঁ।

চ্যাম্পিয়ন দলের হাতে টুনু মুখার্জি স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স দেশবন্ধু স্পোর্টিং ক্লাব পায় অরুণ সেন স্মৃতি ট্রফি। মাঠে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, মেয়র পারিষদ (ক্রীড়া) শুভেন্দু মুখোপাধ্যায় এবং সিএসএ-র কর্মকর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goabagan sporting club Win
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE