Advertisement
১৯ মে ২০২৪

প্রতিবন্ধীদের ভোটদানের প্রশিক্ষণ

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ছিলেন অস্থি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী। নতুন ব্যবস্থায় তাঁরা খুশি।

ইভিএম-এর পাশে ব্রেইলে প্রতীক (ইনসেটে) বুঝে নিচ্ছেন এক দৃষ্টি প্রতিবন্ধী। নিজস্ব চিত্র

ইভিএম-এর পাশে ব্রেইলে প্রতীক (ইনসেটে) বুঝে নিচ্ছেন এক দৃষ্টি প্রতিবন্ধী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০১:০৭
Share: Save:

লোকসভা নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররা যাতে নিজেদের ভোট নিজেরা দিতে পারেন, সে ব্যাপারে এ বার উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশমতো বৃহস্পতিবার উলুবেড়িয়া-১ ব্লক অফিসে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারকে নিয়ে ভোট দানের প্রশিক্ষণ শিবির হয়ে গেল। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ছিলেন অস্থি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী। নতুন ব্যবস্থায় তাঁরা খুশি।

এ দিন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ছিলেন শ্যামপুরের নবগ্রাম পঞ্চায়েতের গোবরদাহ গ্রামের বাসিন্দা, দৃষ্টিহীন নিশিকান্ত দাস। তিনি বলেন, ‘‘এত দিন পাড়ার নেতারা আমাকে ভোট দিতে নিয়ে যেতেন। আমাকে সামনে দাঁড় করিয়ে চটঘেরা ঘরে তাঁকে আমার বলে দেওয়া প্রার্থীকেই ভোট দিতেন কিনা, জানতে পারতাম না। এ বার ইভিএমে বোতামের পাশে ব্রেইল অক্ষরে প্রার্থীর নাম লেখা থাকবে। আমি সেই ব্রেইল অক্ষর পড়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেব। কারও সাহায্য নেব না।’’ বছর চল্লিশের আর এক দৃষ্টিহীন যুবক বলেন, ‘‘এ বার প্রথম নিজের ভোট নিজে দেব। ভাবতেই আনন্দ হচ্ছে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই লোকসভা কেন্দ্রে ৯০৫৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার রয়েছেন। তাঁদের বুথগুলি চিহ্নিত করা হয়েছে। সেই সব বুথে ‘র‌্যাম্প’ বানানো হচ্ছে। রাখা হচ্ছে হুইল-চেয়ার। অস্থায়ী শৌচাগারও তৈরি করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE