Advertisement
৩০ এপ্রিল ২০২৪

খুদেদের সুরক্ষার পাঠ দিতে অভিনব পার্ক

হাওড়া সিটি পুলিশের বক্তব্য, শহর জুড়ে সারা বছর ধরে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ নিয়ে নানা অনুষ্ঠান হচ্ছে। কিন্তু হাতে-কলমে শেখানোর জন্য একটা জায়গার প্রয়োজন ছিল।

অভিনব: ট্র্যাফিক বিধির ক্লাস হবে এখানেই (উপরে)। সাজছে পার্ক (নীচে)।ছবি: দীপঙ্কর মজুমদার

অভিনব: ট্র্যাফিক বিধির ক্লাস হবে এখানেই (উপরে)। সাজছে পার্ক (নীচে)।ছবি: দীপঙ্কর মজুমদার

দেবাশিস দাশ
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০২:০৩
Share: Save:

পথ সুরক্ষার পাঠ দিতে এ বার থেকে পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষা দেবে পুলিশ। এ জন্য হাওড়া পুরসভা ও হাওড়া পুলিশ কমিশনারেটের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি বিশেষ পার্ক। যে পার্কের নাম দেওয়া হয়েছে পথ সুরক্ষা পার্ক। ওই পার্কে রয়েছে পথ সুরক্ষার নিয়ম মানার বিভিন্ন মডেল ও ছবি। সুসজ্জিত পার্কে প্রতি সপ্তাহে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ক্লাস নেবেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। সাধারণ মানুষও ওই ক্লাসে যোগ দিতে পারবেন।

হাওড়া সিটি পুলিশের বক্তব্য, শহর জুড়ে সারা বছর ধরে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ নিয়ে নানা অনুষ্ঠান হচ্ছে। কিন্তু হাতে-কলমে শেখানোর জন্য একটা জায়গার প্রয়োজন ছিল। তাই পরিকল্পনা করা হয় ঠিক এই উদ্দেশেই রাস্তার পাশে এমন একটা পার্ক তৈরি করা হবে যেখানে পড়ুয়া-সহ সাধারণ মানুষকে সারা বছর ধরে পথ সুরক্ষার বিভিন্ন বিধি হাতে কলমে শেখানো যাবে। সে জন্য পুলিশের পক্ষ থেকে কার্তিকচন্দ্র দত্ত রোড ও ফোর রোডের সংযোগস্থলে একটি অব্যবহৃত জায়গা পার্ক তৈরির জন্য নির্দিষ্ট করা হয়।

হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ জানান, ‘‘এই পার্কটি তৈরি করে দেওয়ার জন্য হাওড়া পুরসভাকে অনুরোধ করি আমরা। সেই মতো হাওড়া পুরসভা ওই পার্কটি তৈরি করে দিয়েছে। উলুবেড়িয়া লোকসভা নির্বাচনের পরেই পার্কটির উদ্বোধন হবে।’’ পুলিশ কমিশনার জানান, গত সোমবারই এডিজি (ট্র্যাফিক) বিবেক সহায় পার্কটি সরেজমিনে দেখে গিয়েছেন। হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনিও।

হাওড়া সিটি পুলিশের এসিপি (ট্র্যাফিক) অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘‘পার্কটিতে তৈরি হয়েছে জেব্রা ক্রসিং, লাল-সবুজ ট্র্যাফিক সিগনাল। এ ছাড়া দেওয়ালে রয়েছে ট্র্যাফিক আইন মেনে চলার নানা ছবি ও লেখা।’’ অশোকবাবু জানান, পড়ুয়াদের রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতে হবে বা কোথায় থামতে হবে, হেলমেট পরা কেন প্রয়োজন, কোন সিগন্যাল কেমন— তা ছোট বেলা থেকেই হাতে-কলমে দেখানো হবে।

পুলিশ কর্তাদের বক্তব্য, এ রাজ্যে পথ সুরক্ষা স্কুলের পাঠ্য তালিকায় নেই। অথচ এ বিষয়ে পড়াশোনা করা অত্যন্ত জরুরি। তাই সারা বছর ধরে স্কুলে গিয়ে পড়ুয়াদের শিক্ষা দেওয়ার পাশাপাশি পথে নেমে পথ সুরক্ষা শেখানো হবে। এ ছাড়া পার্কটিতে পুরানো টায়ার দিয়ে মিকি মাউস, কামান-সহ নানা জিনিসের মডেল বসানো হয়েছে, যাতে ছোট ছোট পড়ুয়াদের কাছে পার্কটি আকর্ষনীয় হয়ে ওঠে। রামকৃষ্ণপুর লঞ্চঘাট তেকে ফোরশোর রোড থেকে বাঁশতলা শ্মশানঘাটের দিকে যেতে গেলে রাস্তার ঠিক মোডের মাথায় একটি স্কুলের কাছেই তৈরি হয়েছে পুলিশের উদ্যোগে ওই অভিনব পার্ক। হাওড়া সিটি পুলিশের দাবি, পথ সুরক্ষা শিক্ষা দিতে এমন পার্ক এ রাজ্যে আগে হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road safety Children Park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE