Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০২ ডিসেম্বর ২০২১ ই-পেপার

আলুতে রং ঠেকাতে হিমঘরে হানা

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া ০১ জুলাই ২০১৬ ০১:৫১
হিমঘরে আলু দেখছেন মন্ত্রী।

হিমঘরে আলু দেখছেন মন্ত্রী।

আলুতে রং মাখানো বন্ধ হয়েছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বেশ কয়েকটি হিমঘরে হানা দিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। আলুতে রং মাখানো বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন হিমঘর কর্তৃপক্ষকে। এ দিন মন্ত্রী দাদপুরের একটি হিমঘরে হানা দেন। খবর ছিল, ওই হিমঘরে আলুতে রং মেশানো হচ্ছে। রং মেশানো আলু দেখে কর্তৃপক্ষকে ধমকও দেন। যদিও হিমঘর শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই এই কাজ হয়ে আসছে। হঠাৎ তা বন্ধ করলে আলু ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। বর্ধমানের জৌগ্রামে একটি হিমঘরেও রং মাখানো আলু দেখে মন্ত্রী ক্ষুব্ধ হন। হিমঘর কর্তৃপক্ষকে ডেকে রং মেশানো যে আইনত দণ্ডনীয় অপরাধ তা বোঝান। তপনবাবু বলেন, ‘‘রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো আলুতে রং মেশানো বন্ধ করতেই এই উদ্যোগ। প্রথমবার হানায় এই কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হল। ফের হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’’—নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন

Advertisement