Advertisement
১৫ জুন ২০২৪

বিনোদিনী-জট কাটানো গেল না মন্ত্রীর নির্দেশেও

বিক্ষোভের খবর পেয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বৈঠকে করেন স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শান্তনু সিংহ-সহ জেলা শিক্ষা দফতরের অফিসারেরা। পরে মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়।

স্কুল না-খোলায় ফের বিক্ষোভ সোমবার। নিজস্ব চিত্র

স্কুল না-খোলায় ফের বিক্ষোভ সোমবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০২:৩৪
Share: Save:

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের পরেও হাও়়ড়ার বিনোদিনী বালিকা বিদ্যাভবন স্কুলের অচলাবস্থা কাটল না। মাধ্যমিক পর্ষদ সোমবারই ওই স্কুলের হিন্দি মাধ্যমকে সরকারি অনুমোদন দিয়ে দিয়েছে। পাশাপাশি, এ দিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠিয়ে জানিয়েছেন, স্কুলটি মঙ্গলবার থেকেই চালু করতে হবে। চালু রাখতে হবে বাংলা ও হিন্দি দু’টি মাধ্যমই। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা মালিকা ভট্টাচার্যের দাবি, শিক্ষামন্ত্রী আপাতত স্কুল খুলতে বলেছেন। তবে তিনি এখনও সরকারি নির্দেশ পাননি। জেলা বিদ্যালয় পরিদর্শক তাঁকে বুধবার ডেকে পাঠিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলে নির্দেশ মতো কাজ করবেন বলেই জানান প্রধান শিক্ষিকা।

শুক্রবার থেকে ওই স্কুলে অচলাবস্থা চলছে। রবিবার শিক্ষামন্ত্রী নির্দেশ দেন, স্কুল এ ভাবে বন্ধ করা যাবে না। স্কুলটি কেন এবং কার অনুমতিতে বন্ধ হয়েছে, তা জানতে চেয়ে প্রধান শিক্ষিকা এবং জেলার স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শান্তনু সিংহকে বিকাশ ভবনে ডেকে পাঠান মন্ত্রী। সূত্রে খবর, স্কুল বন্ধ করার কারণ হিসেবে প্রধান শিক্ষিকা মন্ত্রীকে জানান, ওই স্কুলে দীর্ঘ দিন ধরে হিন্দি মাধ্যম থাকলেও এর সরকারি অনুমোদন ছিল না। স্কুলটি যেহেতু মূলত বাংলা মাধ্যমের, তাই হিন্দি পড়ানোর মতো শিক্ষিকার অভাব আছে। বর্তমানে একটি বেসরকারি সংস্থার পাঠানো শিক্ষিকা হিন্দি পড়াচ্ছেন।

শিক্ষিকার বক্তব্য শুনে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, ওই স্কুলে হিন্দি মাধ্যমে পড়াশোনার জন্য মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদন দিয়েছে। তাই হিন্দি মাধ্যম নিয়ে আর সমস্যা রইল না। শীঘ্রই শিক্ষকও নিয়োগ করা হবে।

যদিও অভিযোগ, শিক্ষামন্ত্রীর সব নির্দেশ স্কুল মানেনি। শিক্ষামন্ত্রীর নির্দেশ পেয়ে স্কুল খুলবে ভেবে সোমবারই হাজির হয় হিন্দি মাধ্যমের অধিকাংশ ছাত্রী। কিন্তু স্কুল বন্ধই ছিল। এর মধ্যেই কিছু ছাত্রীকে ডেকে তাদের হাতে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই ছাত্রীরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করে। রবিবার শিক্ষামন্ত্রীর নির্দেশ পেয়েও কেন সোমবার স্কুল খুলল না, তা নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরাও। ছাত্রীদের অভিযোগ, স্কুল খোলা দূর অস্ত্, রবিবার প্রধান শিক্ষিকা ছাত্রীদের ফোন করে স্কুলে এসে টিসি নিয়ে যেতে বলেছিলেন। সোমবার তিনি জোর করে ছাত্রীদের টিসি দিয়েছেন।

ফের বিক্ষোভের খবর পেয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বৈঠকে করেন স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শান্তনু সিংহ-সহ জেলা শিক্ষা দফতরের অফিসারেরা। পরে মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। সব সেরে প্রধান শিক্ষিকা বলেন, ‘‘শিক্ষামন্ত্রী বলেছেন হিন্দি ও বাংলা দু’টি মাধ্যমই খোলা রাখতে। মঙ্গলবার শান্তনুবাবুর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে।’’

প্রধান শিক্ষিকা এ কথা বললেও শান্তনুবাবু বলেন, ‘‘হিন্দি মাধ্যমের অনুমোদন পাওয়া গিয়েছে। স্কুল কাল থেকেই খুলে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Binodini Girls’ Vidyabhaban School Protest Howrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE