উলুবেড়িয়ার ফতেপুরে নিখোঁজ শিশুকন্যার দেহ উদ্ধারের পরে দু’দিন কেটে গিয়েছে। অথচ কী ভাবে ও কেন এই খুন, তার কোনও কিনারাই এখনও করতে পারেনি পুলিশ। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিয়ে এলাকায় ক্ষোভ-বিক্ষোভ চলছেই।
গত ৬ জুলাই থেকে নিখোঁজ নন্দিনী হালদার নামে আড়াই বছরের ওই শিশুকন্যার দেহ উদ্ধার হয় গত ৯ জুলাই। তার আগে মেয়েকে অপহরণ করা হয়েছে বলে তার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ৭ জুলাই বিল্টু ঢালি ও মামণি ঢালি নামে এক দম্পতিকে গ্রেফতার করে। বর্তমানে দু’জনেই পুলিশ হেফাজতে। যদিও জেরা করে এখনও তাঁদের কাছে থেকে কিছু জানা যায়নি বলে পুলিশের দাবি। এরই মধ্যে রবিবার শিশুটির এক আত্মীয়ের বাড়িতে গ্রামবাসীরা চড়াও হয়। তাঁদের অভিযোগ, ওই পরিবারের লোকজনই শিশুটিকে খুন করেছে। তাঁদের গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ দেখালে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিক্ষোভ হটাতে পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। লাঠির ঘায়ে নন্দিনীর মাও জখম হন। পুলিশ অবশ্য লাঠি চালানোর কথা অস্বীকার করেছে।
হাওড়া জেলা গ্রামীণ পুলিশের এক কর্তার বক্তব্য, যথেষ্ট গুরুত্ব দিয়েই শিশুমৃত্যুর ঘটনার তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটা খুন কি না তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।