Advertisement
২৬ এপ্রিল ২০২৪

খুনের চেষ্টার অভিযোগ হাওড়ায়

মদ খাওয়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে, হাওড়ার বাঁকড়া বাজারে। আশঙ্কাজনক অবস্থায় সামসুর খান নামে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তেরা স্থানীয় তৃণমূল নেতাদের আশ্রিত। তাই ঘটনার তিন দিন পরেও গ্রেফতার হয়নি কেউ। সোমবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়েরা।

হাসপাতালে সামসুর। নিজস্ব চিত্র।

হাসপাতালে সামসুর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৯
Share: Save:

মদ খাওয়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে, হাওড়ার বাঁকড়া বাজারে। আশঙ্কাজনক অবস্থায় সামসুর খান নামে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তেরা স্থানীয় তৃণমূল নেতাদের আশ্রিত। তাই ঘটনার তিন দিন পরেও গ্রেফতার হয়নি কেউ। সোমবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়েরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই রাতে বাঁকড়ার বড়বাগানের বাসিন্দা সামসুরকে স্থানীয় নবীন সঙ্ঘের মাঠের পাশে মদের আসরে ডাকে বন্ধুরা। সেখানে মদ খাওয়া নিয়ে দু’পক্ষের বচসা হয়। অভিযোগ, তখন এলাকার তিন দুষ্কৃতী বাপি, গোরা ও বুলবুল ধারালো অস্ত্র দিয়ে সামসুরকে আঘাত করে। সামসুরের পরিজনেরা ছুটে গেলে পালায় দুষ্কৃতীরা। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই তিন জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিক্ষোভে সামিল বড়বাগানে বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত কয়েক বছরে শাসক দলের ছত্রছায়ায় থাকা একদল দুষ্কৃতী বাঁকড়া বাজার এলাকায় তোলাবাজি, জুয়া-সাট্টার ঠেক চালাচ্ছিল। রাতে মহিলারা ওই পথে যেতে ভয় পান। এক বাসিন্দা আবির আলি বলেন, “পুলিশে জানিয়েও লাভ হয়নি। দুষ্কৃতীরা নিত্যদিন দাপিয়ে বেড়াচ্ছে।”

অভিযোগ অস্বীকার করেন বাঁকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আখতার হোসেন মোল্লা বলেন, “দুষ্কৃতীরাজ চলছে, এ কথা ঠিক নয়। পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার করতে বলেছি। তাদের সঙ্গে দলের সম্পর্ক নেই।” এলাকার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক দল হয় না। পুলিশকে বলেছি অবিলম্বে তাদের গ্রেফতার করতে এবং এলাকায় সমাজবিরোধী কাজকর্ম বন্ধ করতে।”

পুলিশের দাবি, সামসুরকে খুনের চেষ্টার পিছনে রয়েছে এলাকা দখল নিয়ে গোলমাল। সামসুরের বিরুদ্ধে খুন, মাদক পাচার-সহ নানা অভিযোগ ছিল। মাদক পাচারের অভিযোগে সাড়ে চার বছর জেল খেটে সম্প্রতি ফেরে সে। বর্তমানে পারিবারিক গ্রিলের ব্যবসার পাশাপাশি এলাকায় পুরনো প্রতিপত্তি বাড়াতে চেষ্টা করছিল সে। দুষ্কৃতীদের সঙ্গে এলাকা দখলের লড়াইও চলছিল। শুক্রবার এ নিয়ে গোলমাল হয় বলে দাবি পুলিশের।

হাওড়া গ্রামীণ পুলিশের এক পদস্থ অফিসার বলেন, “এলাকার মানুষের অভিযোগ ঠিক নয়। তল্লাশি চলছে। শীঘ্রই অভিযুক্তেরা ধরা পড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE