ভরা সভা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বিজেপি। চার দিনের মাথায় শুক্রবার সেই পুরুলিয়ার ট্যাক্সিস্ট্যান্ডেই ধিক্কার সভা ডেকে ভিড় দেখিয়ে দিল তৃণমূল। ভিড়ের নিরিখে তাঁরাই এগিয়ে বলে দাবি করলেন তৃণমূল নেতৃত্ব। যদিও কয়েকদিনের ব্যবধানে দু’টি বড় দলের সভায় শহরের প্রাণকেন্দ্র কার্যত অবরুদ্ধ হয়ে থাকায় সমস্যায় পড়লেন পথে বের হওয়া সাধারণ লোকজন।
বড়দিনে পুরুলিয়ায় সভা করতে আসেন বিজেপি-র জেলা সভাপতি দিলীপ ঘোষ, সুভাষ সরকার, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়েরা। সে দিন ভিড় দেখে জেলায় এত বড় সভা তাঁদের আগে হয়নি বলে তৃপ্তি প্রকাশ করেছিলেন বিজেপি-র স্থানীয় নেতৃত্ব। কিন্তু অল্প দিনের ব্যবধানে সেই ভিড়কে টেক্কা দেওয়া চ্যালেঞ্জ হিসেবে নেয় শাসকদল। তাতে যে পূর্ণমাত্রায় তাঁরা সফল হয়েছেন, এ দিন সে কথা বার বার বলেছেন শাসকদলের নেতারা।
দলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো অভিযোগ করেন, ‘‘বিজেপি ঝাড়খণ্ড থেকে লোক এনে সভা ভরিয়েছিল।’’ আর তৃণমূলের জেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ করে যাচ্ছেন। অথচ বিজেপি শুধু কুৎসা করছে। কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তাই জবাব দিতে জেলার মানুষ কাতারে কাতারে এখানে সমবেত হয়েছেন। আমাদের ভিড়ই বিজেপি-কে চুপ করিয়ে দেবে।’’