Advertisement
২৪ অক্টোবর ২০২৪

আইটিআই কাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজত

আইটিআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কল্যাণী থেকে রবিবার রাতে এক জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম অরিজিত্ দাস। তিনি নিজেও এক জন আইটিআই-র ছাত্র। সোমবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ১২:৪৬
Share: Save:

আইটিআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কল্যাণী থেকে রবিবার রাতে এক জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম অরিজিত্ দাস। তিনি নিজেও এক জন আইটিআই-র ছাত্র। সোমবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

গত ২৮ জুন আইটিআই-এর প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই মতো নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেও যান। কিন্তু শেষ মুহূর্তে খবর আসে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই সঙ্গে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কারিগরি শিক্ষা দফতর। শিক্ষামহলে এই নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের ভবিষ্যত্ নিয়েও প্রশ্ন ওঠে। রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সিআইডি তদন্তের নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে সিআইডি অরিজিত্ দাসকে রবিবার রাতে কল্যাণী থেকে গ্রেফতার করে।

অন্য বিষয়গুলি:

ITI question leak kalyani CID ITI scandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE