‘জয় শ্রীরাম’-এর বদলা ‘জয় হিন্দ’।
বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ‘জয় শ্রীরাম’ লেখা চিঠি পাঠাতে শুরু করেছে। এ বার পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ‘জয় হিন্দ’ লেখা পোস্ট কার্ড পাঠানো শুরু করল তৃণমূল। মঙ্গলবার দক্ষিণ দমদমের ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার পোস্টকার্ড প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনের ঠিকানায় পাঠানো হয়।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহই প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় ‘জয় শ্রীরাম’ লেখা পোস্টকার্ড পাঠানোর কথা জানিয়েছিলেন। সেই মতো তিনি নিজেও মুখ্যমন্ত্রীর ঠিকানায় এই পোস্টকার্ড পাঠাতে শুরু করেন। তার জবাবে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের ঠিকানায় ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ লেখা পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূলও। সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ একাধিক নেতার ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দিয়ে দলের এই স্লোগান লিখে পাঠানোর কর্মসূচি জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দিলীপবাবু বলেন, ‘‘অনেকেই ওই স্লোগান লিখে পাঠাচ্ছেন। কেউ কেউ ফোন করছেন। আমি তো জবাব দিচ্ছি। খারাপ তো কিছু নয়।’’