লৌহকপাটের অন্তরালে দিন কাটে। পরিজন এলেও তাঁর মুখটুকুও ঠিকমতো দেখার সুযোগ মেলে না। কথা শুনতেও সমস্যা হয় বন্দি এবং তাঁর স্বজনদের। এ বার সেই সমস্যার সুরাহা করতে চাইছে রাজ্যের কারা দফতর। সাক্ষাৎকারের স্থান ও পদ্ধতিতে বদল আনতে চাইছে তারা।
এখন রাজ্যের বিভিন্ন জেলের পাঁচিলের লাগোয়া এলাকাতেই ছোট করে কেটে সেখানে লোহার তারের জাল লাগানো থাকে। দেখতে লাগে ছোট একটি খুপরি। সেখানেই জেলের অন্দর থেকে সাক্ষাতের জন্য হাজির করানো হয় বন্দিকে। বাইরে থেকে সেই পাঁচিলের কাছে যান বন্দির পরিজন। জাল লাগানো জায়গাটি খুবই অপ্রশস্ত। দুই প্রান্ত থেকে বন্দি এবং তাঁর পরিজন কার্যত চিৎকার করে কথা বলতে থাকেন। অনেক বন্দি এবং তাঁদের স্বজনবান্ধব কথা বলেন একই সঙ্গে। ফলে পরিষ্কার ভাবে কেউই কারও কথা শুনতে পান না। জাল দেওয়া ঘুলঘুলি এত ছোট যে, ভাল করে পরস্পরের মুখটাও দেখতে পান না বন্দি এবং তাঁর পরিজন। সেই জন্যই সাক্ষাৎকারের পদ্ধতি বদলাতে চাইছে কারা দফতর।
কেমন হবে নতুন পদ্ধতি?