Advertisement
১৯ মে ২০২৪

কী কাণ্ড! মরুভূমিকে টেক্কা কলকাতার

তার কাছে ইতিহাসের মহম্মদ বিন তুঘলকের খামখেয়াল যে নস্যি, তাপপ্রবাহে নাজেহাল করে দেখাচ্ছে প্রকৃতি! তুঘলক না-হয় হুটহাট এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে রাজ্যপাট তুলে নিয়ে যেতেন। প্রকৃতি তার রক্তচোখের উত্তাপে কলকাতার কাছে হারিয়ে দিচ্ছে মরুশহরকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০৪:০০
Share: Save:

তার কাছে ইতিহাসের মহম্মদ বিন তুঘলকের খামখেয়াল যে নস্যি, তাপপ্রবাহে নাজেহাল করে দেখাচ্ছে প্রকৃতি! তুঘলক না-হয় হুটহাট এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে রাজ্যপাট তুলে নিয়ে যেতেন। প্রকৃতি তার রক্তচোখের উত্তাপে কলকাতার কাছে হারিয়ে দিচ্ছে মরুশহরকে।

মরুশহর জয়সলমেরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ৪১.৩ ডিগ্রি!

জয়সলমেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নীচে। কলকাতায় পাঁচ ডিগ্রি উপরে!

জয়সলমেরের আকাশ মেঘলা হয়ে রয়েছে। কলকাতার আকাশ ঢুঁড়ে এক চিলতে মেঘ মিলছে না!

বাংলা ক্যালেন্ডারে বৈশাখ এখনও শুরু হয়নি। কিন্তু গরমের নিরিখে মরুভূমিকে দক্ষিণবঙ্গের এই টেক্কা দেওয়ার প্রবণতায় প্রকৃতির তুঘলকি প্রকট হয়ে উঠছে। বাঁকুড়ার তাপমাত্রা এ দিন ছিল ৪৫.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি। কলকাতার উপকণ্ঠে দমদমেও দিনের তাপমাত্রা (৪১.৭ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি উপরে। কলকাতার এ দিনের তাপমাত্রা এক দশকের রেকর্ড গড়েছে। আবহাওয়া দফতরের খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এ দিন তাপপ্রবাহ বয়েছে। সঙ্গে ছিল ‘লু’ বা গরম হাওয়ার দাপট।

বাংলার পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় গত বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ চলছে। রবিবার তাপপ্রবাহ শুরু হয় কলকাতায়। এ দিন তার সঙ্গে জুড়ে গিয়েছে আশপাশের জেলাগুলিও। ভরা গ্রীষ্মেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলা একসঙ্গে শেষ কবে তাপপ্রবাহের কবলে পড়েছে, তার হদিস পেতে কাগজপত্র ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছেন আবহবিদেরা। তাঁদের কেউ কেউ বলছেন, ভরা জ্যৈষ্ঠে এমনটা হলে তবু মেনে নেওয়া যেত। কিন্তু চৈত্রের শেষে এমন পরিস্থিতির কোনও ব্যাখ্যা আপাতত তাঁদের হাতের কাছে নেই। আবহাওয়া দফতরের একটি সূত্র বলছে, গত দশ বছরের মধ্যে বৈশাখ পড়ার আগেই তাপপ্রবাহ বইতে দেখা যায়নি। যেমন সাম্প্রতিক কালে টানা পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গেড়ে বসতেও দেখা যায়নি তাপপ্রবাহকে।

‘‘এমন পরিস্থিতি সাম্প্রতিক কালে দেখা যায়নি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে আরও অন্তত তিন দিন,’’ বলছেন কেন্দ্রীয় আবহবিজ্ঞান মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ।

দিনের তাপমাত্রা এতটাই চড়ছে যে, কলকাতা, আসানসোলের মতো শহর বা শিল্পাঞ্চলের রাতের পরিস্থিতিতেও তার প্রভাব পড়ছে। সাধারণত, বাতাসে জলীয় বাষ্প বা আকাশে মেঘ না-থাকলে রাত তুলনামূলক ভাবে ঠান্ডা হয়। কিন্তু কলকাতা বা আসানসোলের মতো শহরে তা হচ্ছে না। গভীর রাতেও হাঁসফাঁস করতে হচ্ছে মানুষজনকে। আবহবিদদের একাংশ বলছেন, কংক্রিটের জঙ্গল এবং দূষণ মাত্রা ছাড়ানোয় রাতেও গরম কাটছে না।

গরম যে এ বার নাকাল করবে, সেই বিষয়ে আগেভাগেই সতর্ক করে দিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা। ২০১৫-কে ‘উষ্ণতম বছর’ ঘোষণা করার সময় তারা জানিয়েছিল, ২০১৬ সাল গরমের নিরিখে তার আগের বছরকেও ছাপিয়ে যেতে পারে। প্রশান্ত মহাসাগরে জলের তাপমাত্রা বৃদ্ধি বা ‘এল নিনো’র আবির্ভাবেও যে গরমের চরিত্র বদলে যেতে পারে, সে-কথাও বলেছিলেন আবহবিদদের কেউ কেউ। এপ্রিলের গোড়ায় এই অস্বাভাবিক গরমের পিছনে ‘এল নিনো’ বা বিশ্ব উষ্ণায়ন দায়ী কি না, সেই প্রশ্নের নিশ্চিত উত্তর না-মিললেও পূর্বাভাসের কিছুটা মিলে গিয়েছে।

এল নিনো বা দুষ্টু ছেলের কেরামতি যদি না-ই হয়, তা হলে এই অস্বাভাবিক গরমের কারণটা কী?

আবহবিজ্ঞানীরা বলছেন, এ সময় দক্ষিণবঙ্গে জোলো হাওয়া বা জলীয় বাষ্পের জোগান দেয় বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়। কিন্তু গত সপ্তাহের মাঝামাঝি ঝাড়খণ্ড থেকে শুকনো গরম বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ায় তুলনায় দুর্বল উচ্চচাপ বলয়টি দূরে সরে গিয়েছিল। গত বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা এক লাফে উঠে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার নাগাদ ওড়িশার একটি ঘূর্ণাবর্ত পরিমণ্ডলে কিছুটা জলীয় বাষ্প ঢোকানোয় তাপমাত্রা নেমেছিল। কিন্তু ক্রমাগত বয়ে আসতে থাকা গরম হাওয়া সেই জলীয় বাষ্প শুষে নেওয়ায় পারদের পোয়া বারো। ফের তরতরিয়ে বাড়ছে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে। বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রিতে! আসানসোল, বীরভূম, বর্ধমানে তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪৩ থেকে ৪৪ ডিগ্রির মধ্যে।

মরুশহরে পরিস্থিতি কী দাঁড়াবে?

মঙ্গলবার জয়সলমেরে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও ৩৭ ডিগ্রির কোঠা পেরোতে পারবে না, জানাচ্ছে আবহাওয়া দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata heat wave
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE