Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সমাবেশের জেরে রুদ্ধ শহরের গতি

রানি রাসমণি অ্যাভিনিউয়ে একটি সমাবেশকে ঘিরে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্যাপক যানজট হয় ধর্মতলা ও লাগোয়া চত্বরে। এর জেরে যান চলাচলে ব্যাঘাত ঘটে বি-বা-দী বাগ এলাকায়। ট্রাফিক পুলিশ জানায়, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে আদিবাসী সংগঠনের ওই সমাবেশস্থলের দিকে রওনা দেন বহু মানুষ। ফলে মধ্য কলকাতার বেশ কিছু রাস্তায় যানের গতি শ্লথ হয়ে যায়। তিনটে নাগাদ সমাবেশ শেষ হলেও যান চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়।

থমকে যানবাহন। বৃহস্পতিবার, রানি রাসমণি অ্যাভিনিউয়ে।  —নিজস্ব চিত্র।

থমকে যানবাহন। বৃহস্পতিবার, রানি রাসমণি অ্যাভিনিউয়ে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০০:৫৩
Share: Save:

রানি রাসমণি অ্যাভিনিউয়ে একটি সমাবেশকে ঘিরে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্যাপক যানজট হয় ধর্মতলা ও লাগোয়া চত্বরে। এর জেরে যান চলাচলে ব্যাঘাত ঘটে বি-বা-দী বাগ এলাকায়। ট্রাফিক পুলিশ জানায়, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে আদিবাসী সংগঠনের ওই সমাবেশস্থলের দিকে রওনা দেন বহু মানুষ। ফলে মধ্য কলকাতার বেশ কিছু রাস্তায় যানের গতি শ্লথ হয়ে যায়। তিনটে নাগাদ সমাবেশ শেষ হলেও যান চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়।

পুলিশ জানায়, সকাল আটটা থেকেই রানি রাসমণি অ্যাভিনিউয়ে লোক জড়ো হতে থাকেন। ভিড় বাড়ায় সকাল ১১টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ওই জায়গার তিনটি রাস্তা। হাওড়া স্টেশন বা ব্যান্ড স্ট্যান্ডমুখী যানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশ জানায়, শিয়ালদহ থেকে একাধিক মিছিল বেরিয়ে এজেসি বসু রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে এগোতে থাকে। ফলে ওই দু’টি রাস্তার পাশাপাশি সিআইটি রোড, এপিসি রোড, মহাত্মা গাঁধী রোডেও গাড়ি আটকে পড়ে। অন্য দিকে, হাওড়া থেকে আসা মিছিলের জেরে হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোডে যানজট হয়। এক ট্রাফিককর্তা জানান, সমাবেশের প্রভাব পড়ে সি আর অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট উড়ালপুল, জওহরলাল নেহরু রোড ও বেন্টিঙ্ক স্ট্রিটেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

traffic jam rani rashmoni avenue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE