Advertisement
১৬ মে ২০২৪

তরুণীদের গায়ে মদ, অভিযুক্ত ৩

দুই তরুণীর গায়ে ‘বিয়ার’ ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। রবিবার, বালির রামচন্দ্রপুরে।পুলিশ সূত্রের খবর, দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রের গলি দিয়ে যাচ্ছিলেন প্রথম বর্ষের দুই ছাত্রী। তখন মোটরবাইকে স্থানীয় যুবক রাকেশ বিশ্বাস ও তাঁর দুই সঙ্গী গলিতে ঢোকেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪২
Share: Save:

দুই তরুণীর গায়ে ‘বিয়ার’ ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। রবিবার, বালির রামচন্দ্রপুরে।

পুলিশ সূত্রের খবর, দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রের গলি দিয়ে যাচ্ছিলেন প্রথম বর্ষের দুই ছাত্রী। তখন মোটরবাইকে স্থানীয় যুবক রাকেশ বিশ্বাস ও তাঁর দুই সঙ্গী গলিতে ঢোকেন। ছাত্রীদের অভিযোগ, যুবকেরা তাঁদের গায়ে বিয়ার ছিটিয়ে দেন। কোনও মতে বড় রাস্তায় পৌঁছে স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের সোনালি সমাদ্দারকে দেখে কাঁদতে কাঁদতে তাঁকে ঘটনাটি জানান ছাত্রীরা।

সোনালিদেবীর দাবি, তিনি গলিতে ঢুকেও যুবকদের দেখতে পাননি। স্বাস্থ্যকেন্দ্রে ভোটার তালিকার কাজ করা দলীয় কর্মীদের তিনি অভিযুক্তদের ধরে আনতে বলেন। কিন্তু তাড়া করেও তাঁদের ধরা যায়নি। অভিযোগ, নিজের বাইক ফেলে রাকেশ অন্য বাইকে চেপে বেলানগর ইটভাটার দিকে যান। তাড়া খেয়ে সেখান থেকেও পালান। সোনালিদেবী বলেন, ‘‘পুলিশকে বলেছি, ওই তিন জনকে ধরতে হবেই।’’

স্থানীয়েরা জানান, ওষুধের দোকানে কাজ করেন রাকেশ। তাঁর মা গৌরী বিশ্বাস বলেন, ‘‘এই অন্যায়ের কোনও মাফ নেই। আমিই ওকে পুলিশের হাতে তুলে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beer Accused Indecent behaviour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE