Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কালীঘাটের স্কাইওয়াক নিয়ে পাঁচটি নকশা জমা পুরসভায়

দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির প্রযুক্তিগত খুঁটিনাটি দেখভালের দায়িত্বে ছিল রাইটস। কালীঘাটের ক্ষেত্রেও রাইটসকে নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই মতো প্রাথমিক নকশা তৈরি করা হয়েছে। 

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। ফাইল চিত্র।

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০১:১০
Share: Save:

কালীঘাট মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরির জন্য আলাদা আলাদা দেখতে পাঁচটি নকশা তৈরি করা হয়েছে। সেই নকশা কলকাতা পুরসভায় জমা দিয়েছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস। সেই নকশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করলে স্কাইওয়াকের কাজ শুরু হবে।

দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উপরে পলিকার্বোনেট শিট দেওয়া হয়েছে। সেগুলি ইজরায়েল থেকে আনা হয়েছিল। এই পলিকার্বোনেটের মধ্যে দিয়ে আলো ঢোকে। গরমও কম হয়। কালীঘাটে আরও উন্নত ধরনের কাজ হবে বলে নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। দক্ষিণেশ্বরের তুলনায় কালীঘাট স্কাইওয়াকে খরচও বা়ড়বে।

কলকাতা পুরসভা ও পুলিশ সূত্রের খবর, ১৭ নভেম্বর পুরসভায় পুর কমিশনারের ঘরে কালীঘাটে স্কাইওয়াক তৈরি করা নিয়ে একটি বৈঠক হয়। সেখানে কলকাতা পুরসভার কমিশনার ছাড়াও পুরসভার সব দফতরের ডিজি, ইঞ্জিনিয়ারেরা উপস্থিত ছিলেন। ছিলেন কালীঘাট থানার ওসি এবং রাইটসের হাইওয়ে ডিভিশনের ইঞ্জিনিয়ারেরাও।

দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির প্রযুক্তিগত খুঁটিনাটি দেখভালের দায়িত্বে ছিল রাইটস। কালীঘাটের ক্ষেত্রেও রাইটসকে নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই মতো প্রাথমিক নকশা তৈরি করা হয়েছে।

রাইটসের এক কর্তা জানান, কালীঘাটে শহর এবং গ্রামের প্রচুর ভক্তের নিত্য আনাগোনা। এই স্কাইওয়াক যাতে দেখতে আরও সুন্দর হয়, তার জন্য আলাদা আলাদা পাঁচটি নকশা জমা দেওয়া হয়েছে। যেটা পছন্দ হবে, সেই নকশা ধরেই কাজ হবে। কালীঘাট স্কাইওয়াকটির মাপ চওড়ায় ১১ মিটার এবং লম্বায় ৪৬০ মিটার হওয়ার কথা। ওই স্কাইওয়াকে কয়টি সিঁড়ি ও লিফ্‌ট বসবে, দমকল ও পুলিশের সঙ্গে আলোচনা হওয়ার পরে তা ঠিক হবে বলে আধিকারিকেরা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalighat Skywalk Dakshineswar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE