Advertisement
২১ মে ২০২৪

আধার আবশ্যিক করবে কলকাতাও

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ও ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:৫৮
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ও ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করতে চলেছে।

শনিবার সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন জানিয়েছেন, ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হতে চলেছে। তবে ভর্তির ফর্ম পূরণের সময়, নাকি ভর্তির সময়ে আধার কার্ড লাগবে — তা চূড়ান্ত হবে পরে।
গত মার্চে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শংসাপত্রে তাঁদের আধার নম্বরের উল্লেখ থাকতে হবে। সেই নিয়ম মেনে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির সময়ে পড়ুয়াদের কাছ থেকে আধার নম্বর চাইবেন। যাঁদের আধার কার্ড এখনও হয়নি, তাঁদের আধার কার্ডের জন্য আবেদনপত্রের নম্বর জমা দিতে হবে। কর্তৃপক্ষের বক্তব্য, ইউজিসি-র নিয়ম মেনেই পড়ুয়াদের আধার নম্বর রাখতে
চাইছে বিশ্ববিদ্যালয়।
এর বিরুদ্ধে আপত্তি উঠেছে পড়ুয়াদের তরফে। শনিবার কলা বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, ‘‘অনেকেরই আধার কার্ড নেই। পড়ুয়াদের ছবি, সই এগুলো নেওয়াই যেতে পারে। কিন্তু আধারের ক্ষেত্রে আমাদের আপত্তি রয়েছে।’’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক নীলাঞ্জনা সান্যাল বলেন, ‘‘আধার নম্বর কর্তৃপক্ষ চাইতেই পারেন। কিন্তু বাধ্যতামূলক করায় আমাদের আপত্তি রয়েছে।’’ এক অধ্যাপকের মতে, পড়ুয়াদের আধার কার্ডের তথ্য যদি কোনওভাবে ফাঁস হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা
হতে পারে।
ইতিমধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা হয়ে গিয়েছে। পরীক্ষার ফর্মে আধার নম্বর দেওয়ার নির্দেশ ছিল। তবে তা বাধ্যতামূলক ছিল না।
বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অবশ্য ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করছে না। উপাচার্য বাসব চৌধুরী এ দিন বলেন, ‘‘আগে তো ছাত্রেরা ভর্তি হোক। তার পর সার্টিফিকেট দেওয়ার সময় আধার নম্বর নেওয়া যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AADHAR Card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE