Advertisement
E-Paper

রাজনীতি ছাড়াই হোক ছাত্র সংসদ, বদলাল নিয়ম

কলেজের ছাত্র সংসদ হবে অরাজনৈতিক। নির্বাচনে লড়তে হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পড়ুয়ার প্রয়োজনীয় হাজিরা থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি অংশ নিতে হবে অন্য কর্মসূচিতেও। বৃহস্পতিবার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের গঠনতন্ত্রে এমনই বেশ কিছু বদল ঘটাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০১:৫৮

কলেজের ছাত্র সংসদ হবে অরাজনৈতিক। নির্বাচনে লড়তে হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পড়ুয়ার প্রয়োজনীয় হাজিরা থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি অংশ নিতে হবে অন্য কর্মসূচিতেও। বৃহস্পতিবার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের গঠনতন্ত্রে এমনই বেশ কিছু বদল ঘটাল। অনুষ্ঠানে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রমুখ।

প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচন ঘিরে রাজ্যের বিভিন্ন কলেজে বারবারই অশান্তির ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির
শাসক দলের ছাত্র সংগঠনের দিকে। একাধিক বার অভিযোগ উঠেছে ছাত্র সংসদের কর্মপদ্ধতি নিয়েও। সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, সেন্ট জেভিয়ার্স কলেজের ধাঁচে প্রতিটি ছাত্র সংসদ তৈরি হোক। ওই কলেজে কোনও রাজনৈতিক
ছাত্র সংসদ নেই। রয়েছে অরাজনৈতিক স্টুডেন্ট’স কাউন্সিল। কী ভাবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে সমীক্ষা শুরু করেছে উচ্চশিক্ষা দফতর।

উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের টিএমসিপি নিয়ন্ত্রিত
ছাত্র সংসদ আগেই নির্বাচন এবং ছাত্র সংসদের কর্মপদ্ধতি নিয়ে গঠনতন্ত্র তৈরি করেছে। সেখানে বলা
হয়েছে, কলেজের মধ্যে কোনও ছাত্রের আলাদা কোনও রাজনৈতিক পরিচয় থাকবে না।

যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি অর্ক নাগ জানিয়েছেন, এটি আইন কলেজ হওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীকে লিগ্যাল এড-এর কর্মসূচিতে অংশ নিতে হবে। প্রথম বর্ষ ছাড়া অন্য বর্ষের পড়ুয়াকে ন্যূনতম ২৮ দিনের ইন্টার্নশিপ করতে হবে। আরও সিদ্ধান্ত হয়েছে, কলেজের মধ্যে কোনও পড়ুয়া অশান্তি বা ভাঙচুর করলে নির্বাচনে দাঁড়াতে পারবেন না। কোনও ক্লাস প্রতিনিধি পরীক্ষায় অকৃতকার্য হলে আর সেই পদে থাকতে পারবেন না।

রাজ্যের সিংহভাগ কলেজের ছাত্র সংসদ এখন টিএমসিপি-র দখলে। কলেজে কলেজে বারবার অশান্তির ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ তাদের দিকে। এই পরিস্থিতিতে রাজ্যের একটি কলেজের ছাত্র সংসদের এমন সিদ্ধান্ত গ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

একদা এই কলেজের ছাত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ক বলেন,‘‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখার
কথা বলছেন। তাঁর কলেজই এই বিষয়ে পথ দেখাল। রাজনীতি হবে কলেজের বাইরে।’’

Jogeshchandra Chowdhury Law College Student union Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy