Advertisement
E-Paper

পুরস্কার-উৎসব এ বার আন্তর্জাতিক

দু’ বছর আগে যা ছিল পুরস্কার-অনুষ্ঠান, সেটিই এ বার শিল্পের বর্ণাঢ্য আন্তর্জাতিক উৎসব! কোথাও গণেশ পাইনের না-দেখা ছবি, কোথাও স্কুলের ছেলেমেয়েদের পথনাটক ও হরেক অনুষ্ঠান, কোথাও আবার বেঠোভেন, চাইকোভস্কির ধ্রুপদী সঙ্গীতের মূর্চ্ছনা।

গৌতম চক্রবর্তী

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০১:০৬

দু’ বছর আগে যা ছিল পুরস্কার-অনুষ্ঠান, সেটিই এ বার শিল্পের বর্ণাঢ্য আন্তর্জাতিক উৎসব!

কোথাও গণেশ পাইনের না-দেখা ছবি, কোথাও স্কুলের ছেলেমেয়েদের পথনাটক ও হরেক অনুষ্ঠান, কোথাও আবার বেঠোভেন, চাইকোভস্কির ধ্রুপদী সঙ্গীতের মূর্চ্ছনা। কোথাও বইপাড়া বা কুমোরটুলির ইতিহাস, অন্য জায়গায় এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম। এ রকম হরেক অনুষ্ঠানের মালায় বাঁধা পড়তে চলেছে কলকাতা। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, টানা এক মাস। সিমা অ্যাওয়ার্ডস-কলকাতা আর্ট ফেস্টিভ্যালের দ্বিতীয় সংস্করণ।

উৎসব প্রাঙ্গণও গত বারের তুলনায় বিচিত্রগামী। দু’বছর আগে সিমা, স্টুডিও-২১ ইত্যাদি গ্যালারির বাইরে ছিল রামদুলারি পার্কের এক পুরনো বাংলো বাড়ি। সেখানকার দেওয়ালেই ছিল দিল্লির তরুণ শিল্পী মনসুর আলি মাকরানির ছবি ‘চেয়ার’। সেই কুর্সিই তো পেয়েছিল সেরা ছবির সম্মান। এ বার ডোভার পার্কের এক বাড়ি, তৎসহ মৌলালির বন্ধ জেম সিনেমা। এক মাস সেখানেও দেখা যাবে ইনস্টলেশন থেকে হরেক শিল্পকলা। শিল্পের উৎসব চলবে ন্যাশনাল লাইব্রেরির পুরনো বাড়িতেও। ‘‘প্রথম উৎসবের সাফল্যের পরে আমাদের সামনে একটাই সমস্যা ছিল। এর পরিসর কী ভাবে আরও বাড়ানো যায়?’’ শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বলছিলেন সিমা-র ডিরেক্টর রাখী সরকার।

পরিসর শুধু আকার-আয়তনেই বাড়েনি, বেড়েছে শিল্পীর সংখ্যাও। বিদেশি শিল্পীরা আছেন, উপরন্তু সম্মানদৌড়ে ইতিমধ্যেই এসে গিয়েছে ২৫টি রাজ্য থেকে প্রায় দুশো শিল্পকৃতি। পাশাপাশি থাকছে জার্মান শিল্পীদের আঁকা ছবি, শিল্পকলা নিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম। খড়্গপুর আইআইটি, গ্যালারি ৮৮, আকারপ্রকার থেকে ম্যাক্সম্যুলার ভবন ইত্যাদি ৩০টি সংস্থা এগিয়ে এসেছে আর্ট ফেস্টিভ্যালের এই দ্বিতীয় সংস্করণ উদ্‌যাপনে। কারও উদ্যোগে দেখা যাবে কালীঘাটের পটের প্রদর্শনী। কালীঘাটের পট তো শুধু দেবীদর্শন নয়, একদা মোহান্ত-এলোকেশী সংবাদ থেকে বাঙালি জনজীবনের অনেক কাহিনিই স্থান পেয়েছিল সেখানে। আর এক সংস্থা দেখাবে অভিনেতা বসন্ত চৌধুরীর সংগ্রহের পুরনো ফোটোগ্রাফির প্রিন্ট। সদ্যপ্রয়াত সুহাস রায়ের ছাপাই ছবিও দেখা যাবে সেখানে। দিল্লির আর্ট সামিট থেকে কোচির বাইঅ্যানিয়েল, অনেকের সঙ্গেই এ বার পাল্লা দিতে পারে অবন ঠাকুর-নন্দলাল বসুর শহর। সিমার ডিরেক্টর বলছিলেন, ‘‘শিল্প মানে বহুমুখী কথোপকথন। আঁকা ছবি থেকে সিনেমা, ইনস্টলেশন, পপুলার আর্ট সবেরই সহাবস্থান সেখানে।’’

সহিষ্ণুতার সেই শিল্পিত, বহুমুখী কথোপকথনেই বাঁধা পড়তে চলেছে কলকাতা। ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, ২০১৭।

International Award ceremony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy