Advertisement
E-Paper

চৌরঙ্গিতে বিজেপির টলিউড বাহিনী

চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের মোকাবিলায় টলিউডের সাহায্য নিচ্ছে বিজেপি। চৌরঙ্গিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া, রাজনৈতিক কর্মসূচিতে টালিগঞ্জের শিল্পীদের ব্যবহার করা ইদানীং কালে তৃণমূলের দস্তুর।

রোশনী মুখোপাধ্যায়

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০৩:৩৯

চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের মোকাবিলায় টলিউডের সাহায্য নিচ্ছে বিজেপি। চৌরঙ্গিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া, রাজনৈতিক কর্মসূচিতে টালিগঞ্জের শিল্পীদের ব্যবহার করা ইদানীং কালে তৃণমূলের দস্তুর। তাই বিজেপি নেতা অভিনেতা জর্জ বেকারের নেতৃত্বে টলিউড বাহিনী নামানো হচ্ছে। সম্প্রতি জর্জের নেতৃত্বে টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সংগঠনও গড়েছে বিজেপি। দলীয় সূত্রের খবর, তারা ৩ সেপ্টেম্বর চৌরঙ্গির বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির সমর্থনে মিছিল করবে।

বিজেপি চার ফলায় চৌরঙ্গির লক্ষ্যভেদ করতে সচেষ্ট। টলিউড তার মধ্যে একটি। অন্য তিনটি হলমহিলা, যুব এবং সংখ্যালঘু। কাল, রবিবার ‘রাজ্যে দুঃসময়, বিজেপি-ই ভরসা’ এই স্লোগান দিয়ে দলের মহিলা মোর্চা রীতেশের সমর্থনে রাস্তায় নামবে।

সাংসদ-গায়ক বাবুল সুপ্রিয়র নেতৃত্বে সোমবার মিছিল করবে বিজেপি যুব মোর্চা। তাদের স্লোগান ‘আক্রান্ত জীবন, জীবিকা, সমাধান বিজেপি।’ চৌরঙ্গিতে যুব সম্প্রদায়ের ভোট টানতে বাবুলের জনপ্রিয়তা কাজে আসবে বলে মনে করছে দল। মঙ্গলবার বিজেপি-র সংখ্যালঘু মোর্চা রীতেশের সমর্থনে মিছিল করবে। তাদের স্লোগান হবে ‘সকলের সঙ্গে সকলের উন্নয়ন’। বিজেপি সূত্রের খবর, লোকসভা ভোটের পর চৌরঙ্গি বিধানসভা এলাকা থেকে ৩৮২৬ জন নতুন সদস্য তাদের দলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। রীতেশের ব্যাখ্যা, বিরোধীরা তাঁদের দলের গায়ে যে সাম্প্রদায়িক তকমা দিয়ে রাখেন, তা খুলতে সাহায্য করবেন ওই সংখ্যালঘু সদস্যরাই। তাঁরাই সংখ্যালঘু ভোটারদের বাড়ি গিয়ে বোঝাবেন, বিজেপি বিপজ্জনক নয় বুঝেই তাঁরা ওই দলে যোগ দিয়েছেন। বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য অবশ্য টলিউডের সাহায্য নিচ্ছেন না। তিনি লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে লড়ে বসিরহাট দক্ষিণে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন। তার পর থেকে তাঁর ওই অঞ্চলে জনসংযোগে ভাটা পড়েনি। তিনি বলছেন, “বসিরহাটে মানুষ তৃণমূলের অরাজকতার বিরুদ্ধে লড়ছেন। আমি তৃণমূল বিরোধী মানুষের প্রতিনিধি।”

roshni mukhopadhayay bjp chowringhee kolkata news online kolkata news latest news tollywood actor tmc vote
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy