Advertisement
০৪ মে ২০২৪

দোকানের সামনে উদ্ধার বোমা

শান্তনুর কথায়, ‘‘কাছে গিয়ে দেখি, দোকানের শাটারের নীচে সুতলি দিয়ে বাঁধা, কৌটোর মতো দেখতে দু’টি বস্তু পড়ে রয়েছে। সকলে বলাবলি করছিল ওগুলো বোমা।’’

 দোকানের সামনে পড়ে রয়েছে বোমা। বৃহস্পতিবার, লেক টাউনে। নিজস্ব চিত্র

দোকানের সামনে পড়ে রয়েছে বোমা। বৃহস্পতিবার, লেক টাউনে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৬
Share: Save:

লেক টাউনের গ্রিন পার্কে বৃহস্পতিবার সকালে কৌটোবোমা উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল।
স্থানীয় বাসিন্দা শান্তনু শাসমল জানান, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে ‘এ’ ব্লকের একটি দোকানের সামনে তিনি স্থানীয়দের জটলা দেখতে পান। শান্তনুর কথায়, ‘‘কাছে গিয়ে দেখি, দোকানের শাটারের নীচে সুতলি দিয়ে বাঁধা, কৌটোর মতো দেখতে দু’টি বস্তু পড়ে রয়েছে। সকলে বলাবলি করছিল ওগুলো বোমা।’’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক টাউন থানার পুলিশ। দু’টি বোমা দোকানের সামনে কীভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ফটোকপির যে দোকানের সামনে ওই বোমা দু’টি উদ্ধার হয়েছে, তার মালিক দেবযানী সামন্ত বলেন, ‘‘পুলিশ বলল, ওগুলো বোমা। প্রতিদিন সকালে স্কুলের বাচ্চারা আমার দোকানে প্রজেক্ট নিতে আসে। আবাসিক এলাকায় ওগুলো ফেটে যদি কোনও দুর্ঘটনা ঘটত!’’

আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার শুভেন্দু গঙ্গোপাধ্যায়ও। আর এক স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ সিংহের বক্তব্য, ‘‘আবাসিক এলাকায় এভাবে বোমা উদ্ধার হবে ভাবা যায় না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bomb Fear Lake Town
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE