Advertisement
২৬ এপ্রিল ২০২৪
পর পর বাড়িতে ফাটল।

পর পর বাড়িতে ফাটল। ছবি: নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১১:৫০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ১১:৩৪ key status

বৌবাজারে এলেন পুলিশ কমিশনার

বৌবাজারে এসে পৌঁছলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার। ঘটনাস্থল পরিদর্শন করছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ১১:০১ key status

মেট্রো রেল কর্তৃপক্ষ যোগাযোগ করেননি, অভিযোগ বাসিন্দাদের

দুর্গা পিতুরি লেনের ওই বাসিন্দাদের দাবি, মেট্রো রেলের কাজের জন্য যদি ফাটল ধরে থাকে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষেরই যোগাযোগ করার কথা ছিল ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের সঙ্গে। কিন্তু তার বদলে পুলিশ এসে তাদের বাড়ি খালি করতে বলেছে।

Advertisement
timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ১০:৫১ key status

বাড়ি ছাড়তে নারাজ বাসিন্দা, বোঝাতে এলেন কাউন্সিলর

বৌবাজারের দুর্গা পিতুরি লেনের স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এলেন ঘটনাস্থলে। বাড়িতে ফাটল ধরা সত্ত্বেও এক বাসিন্দা বাড়ি ছাড়তে চাইছেন না তাঁকে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। 

timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ১০:১৮ key status

বৌবাজার থেকে সরাসরি আনন্দবাজার অনলাইন

timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৮:৪১ key status

এলাকা ঘিরে ফেলেছে পুলিশ

বৃহস্পতিবার সকালে দেখা যায়, দুর্গা পিতুরি লেন এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশে যেখানে মেট্রো রেলের কাজ চলছিল, সেটিও বন্ধ রাখা হয়েছে। 

পুলিশি ঘেরাটোপ দুর্গা পিতুরি লেনে।

পুলিশি ঘেরাটোপ দুর্গা পিতুরি লেনে। নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৮:৩৭ key status

মেট্রো কর্তৃপক্ষ এলাকাবাসীর থাকার বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দেয়

মেট্রোর কাজের জন্যই ক্ষতি হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ জানায় তারা এলাকাবাসীদের হোটেলে রাখার বন্দোবস্ত শুরু করেছে। 

এ ভাবেই ফাটল ধরেছে একের পর বাড়িতে।

এ ভাবেই ফাটল ধরেছে একের পর বাড়িতে। নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৮:৩৫ key status

মাঝরাতে পথে নামেন এলাকাবাসীরা

মাঝ রাতে এলাকার বহু বাসিন্দাকেই দেখা যায় ব্যাগে দরকারি জিনিসপত্র নিয়ে পথে নামতে। অনেকেই হোটেলে আশ্রয় নেন। 

timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৮:৩৪ key status

বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নির্দেশ

বিভিন্ন বাড়িতে ফাটল ধরার পড়ার পরেই মেট্রোর কাজ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ বাহিনী ও কলকাতা পুরসভার কর্মীরা মাইকে প্রচার করে ফাটল ধরা বাড়িগুলির বাসিন্দাদের  বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করেন। পরে এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। 

timer শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৮:৩৩ key status

বুধবার সন্ধ্যার পর দেখা যায় ফাটল

দুর্দশা। বাড়ির গায়ে ফাটলের ছবি বৌবাজারে। উল্টোদিকেই চলছে মেট্রো রেলের কাজ।

দুর্দশা। বাড়ির গায়ে ফাটলের ছবি বৌবাজারে। উল্টোদিকেই চলছে মেট্রো রেলের কাজ। নিজস্ব চিত্র।

মেট্রোর কাজ চলাকালীন বুধবার সন্ধ্যার পর থেকে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আতঙ্কে ঘর ছাড়ে অনেক পরিবার। ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও যান ঘটনাস্থলে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE