Advertisement
০৭ মে ২০২৪
school

স্কুলপড়ুয়াদের ক্লাস নেবেন নরেন্দ্রপুরের কলেজছাত্রেরা

করোনার জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাওয়া শুরু করেছিল।

ছবি প্রতীকী

ছবি প্রতীকী

মধুমিতা দত্ত
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২১ ০৭:১৫
Share: Save:

নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াতে চলেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের পড়ুয়ারা। কোভিড পরিস্থিতিতে এ ভাবেই পড়ুয়াদের সাহায্যে এগিয়ে এল কলেজ।

এই পঠনপাঠনের বিষয়ে কলেজের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন। অধ্যক্ষের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাস নেওয়া হবে। আপাতত এই ক্লাস করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ চলছে। প্রয়োজনে পড়ুয়ারা ই-মেল করতে পারে, rkmrcxi11@gmail.com এই ঠিকানায়। ২৪ মে
পর্যন্ত নাম নথিভুক্ত হবে। ক্লাস শুরু হবে ২৬ মে থেকে। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার ক্লাস হবে। প্রতিদিন চারটি ক্লাস নেওয়া হবে। দু’টি ক্লাস নেওয়া হবে সকাল আটটা থেকে দশটা। বাকি দু’টি
নেওয়া হবে সন্ধ্যে সাতটা থেকে ন’টার মধ্যে।

করোনার জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। চলতি বছরের
ফেব্রুয়ারিতেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাওয়া শুরু করেছিল। কিন্তু সংক্রমণের দাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষায় স্কুলগুলিতে গরমের ছুটি
দিয়ে দেওয়া হয়েছে। যেটুকু পড়াশোনা হচ্ছে, তা বাড়ি বসেই। অথচ নবম, দশম এবং একাদশ, দ্বাদশ― এই চারটি শ্রেণির পঠনপাঠন পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের এই সিদ্ধান্তকে তাই শিক্ষাজগতের অনেকেই মনে করছেন উল্লেখযোগ্য পদক্ষেপ।

যার ফলে করোনার জন্য ফের ঘরে আটকে পড়া নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পাঠ নিতে পারবে ওই আবাসিক কলেজের ছাত্রদের কাছে।

কলেজ সূত্রের খবর, যখন সব কিছু স্বাভাবিক ছিল, ন্যাশনাল সার্ভিস স্কিমের (এনএসএস) অঙ্গ হিসেবে এই কলেজের পড়ুয়ারা বেশ কিছু সমাজসেবামূলক কাজ করতেন। কলেজের আশপাশের স্কুলের পড়ুয়াদের কোচিং ক্লাস নিতেন। বর্তমান পরিস্থিতিতে কলেজের ছাত্রেরা যখন বাড়িতে বসে আছেন, তখন অনলাইনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়ানোয় এনএসএস-এর উদ্দেশ্যও সফল হবে।

এর আগে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরও এমন পদক্ষেপে উদ্যোগী হয়েছে। সেখানকার পড়ুয়ারাও বিনামূল্যে পড়াবেন তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অভাবী কিন্তু মেধাবী পড়ুয়াদের। ইচ্ছে করলে অনলাইন ক্লাস
করতেও পারবে তারা। না হলে ক্লাসের রেকর্ডিং ইউটিউবে দেখে নিতে পারবে। কলেজের যে পড়ুয়ারা পড়াবেন, তাঁদের
আবার পড়ানোর বিষয়ে তালিমও দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE