Advertisement
E-Paper

ঘটনাস্থলে দ্রুত যান: সিপি

বালিগঞ্জের সানি পার্কে আবেশ দাশগুপ্তের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশ দেরিতে পৌঁছেছিল কি না, সে নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। লালবাজারের খবর, এ বার সেই অভিযোগে সিলমোহর দিলেন খোদ পুলিশ কমিশনার রাজীব কুমার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০০:৫৮

বালিগঞ্জের সানি পার্কে আবেশ দাশগুপ্তের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশ দেরিতে পৌঁছেছিল কি না, সে নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। লালবাজারের খবর, এ বার সেই অভিযোগে সিলমোহর দিলেন খোদ পুলিশ কমিশনার রাজীব কুমার। সানি পার্কের আবাসন এবং ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে বালিগঞ্জ থানার অফিসারেরা যে দ্রুত পৌঁছতে পারেননি, এ কথা জানিয়ে শুক্রবার ক্রাইম বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন সিপি। অফিসারদের উদ্দেশে তাঁর নির্দেশ, ভবিষ্যতে যে কোনও মৃত্যুর ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে হবে পুলিশকে। শুধু তাই নয়, তথ্যপ্রমাণ যাতে নষ্ট না হয় এবং মৃত্যু ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন তিনি।

মৃত্যুর ঘটনায় তথ্যপ্রমাণ অত্যন্ত জরুরি। তাই ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থল ঘিরে দিতে হবে বলে নির্দেশ দেন সিপি। এ জন্য থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের গাড়িতে ‘কর্ডনিং টেপ’ রাখতে বলেছেন তিনি। তথ্যপ্রমাণ সংগ্রহের সময়ে পড়তে হবে সার্জিক্যাল গ্লাভস। দেহ তোলার জন্য চিরাচরিত চাদরের বদলে সিপি বিশেষ ব্যাগ ব্যবহার করতে বলেছেন বলেও খবর।

পুলিশের একাংশ বলছেন, দেহ পড়ে থাকা এবং তথ্যপ্রমাণ সংগ্রহে গাফিলতির ঘটনা সম্প্রতি নজরে এসেছে লালবাজারের শীর্ষকর্তার। সেগুলি কী কী? লালবাজারের খবর, ৬ জুলাই কাঁটাপুকুর মর্গের কাছে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। দক্ষিণ বন্দর থানার পুলিশ দেরিতে পৌঁছনোয় এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনায় পুলিশ মৃতের দেহ পরীক্ষা করে ময়না তদন্তে পাঠায়। মর্গের চিকিৎসক পরে ওই ব্যক্তির পকেট হাতড়ে সুইসাই়ড নোট পান। পুলিশকর্তাদের একাংশের প্রশ্ন, ‘‘চিকিৎসক ওই চিরকূট পেলে পুলিশ পেল না কেন?’’ পুলিশ জানায়, তার ফলেই এ দিন ক্রাইম বৈঠকে গোয়েন্দাপ্রধান বিশাল গর্গ
গত এক মাসের মৃত্যু ও খুনের ঘটনা রিপোর্ট করার সময়েই তাঁকে থামিয়ে দেন সিপি। এর পরেই ঘটনাগুলি নিয়ে পুলিশের কী কী গাফিলতি রয়েছে বলতে শুরু করেন।

লালবাজারের খবর, শহরের অপরাধ কমাতে সিসিটিভি নজরদারি বাড়াতে বলেছেন সিপি। ওয়াটগঞ্জ থানা এলাকায় সিসিটিভি ফুটেজ থেকেই সম্প্রতি একটি মোটরবাইক চুরি চক্রকে ধরেছে পুলিশ। পুলিশের একাংশ বলছে, শহরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রচুর সিসিটিভি রয়েছে। কিন্তু নিজেদের ছাড়া আর কোথায়, কত সিসিটিভি রয়েছে, কোন কোন এলাকা সেই সিসিটিভির নজরে রয়েছে তা চটজলদি বলতে পারেন না অফিসারেরা। লালবাজার সূত্রের দাবি, এ দিন শহরের সব সরকারি ও বেসরকারি সিসিটিভি-র একটি ডেটাবেস তৈরি করতে বলেছেন সিপি। যাতে কোনও ঘটনা ঘটলে কোন সিসিটিভি দিয়ে ওই এলাকা দেখা যাবে, তা চটজলদি বের করে ফেলতে পারবেন তদন্তকারীরা।

লালবাজারের একাংশের দাবি, সম্প্রতি শহরের অনেক বাসিন্দার পাসপোর্ট ভেরিফিকেশন বকেয়া রয়েছে। এ বার থেকে পাসপোর্টের দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন কমিশনার। বিদেশি চাকরি পাইয়ে দেওয়ার বিভিন্ন প্লেসমেন্ট এজেন্সির ডেটাবেস তৈরি করে তার বৈধতাও পরীক্ষা করতে বলেছেন তিনি। পুলিশ সূত্রের খবর, আগামী সোমবার স্বাধীনতা দিবস। গুরুত্বপূর্ণ এমন দিনে জঙ্গিরা সক্রিয় হতে পারে, এটা মনে করিয়ে দিয়ে সিপি বলেছেন, যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে আর পাঁচটা দিনের থেকে অনেক বেশি সক্রিয় থাকতে হবে পুলিশকে।

Crime meeting Lalbazar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy