Advertisement
E-Paper

অপহরণ-শঙ্কা নিয়েই কাজে বিদ্যুৎ-যোদ্ধারা

আমপান ধাক্কা দেওয়ার পরে, ২০ মে থেকে একবেলাও বাড়ির মুখ দেখেননি প্রসেনজিতেরা।

ঋজু বসু

শেষ আপডেট: ২৭ মে ২০২০ ০১:৫৭
যোদ্ধা: রিজেন্ট এস্টেটে লড়াইয়ের ময়দানে প্রসেনজিৎ দাস (মাঝখানে) এবং সহকর্মীরা। মঙ্গলবার। নিজস্ব চিত্র

যোদ্ধা: রিজেন্ট এস্টেটে লড়াইয়ের ময়দানে প্রসেনজিৎ দাস (মাঝখানে) এবং সহকর্মীরা। মঙ্গলবার। নিজস্ব চিত্র

আমনাগরিকের চরম ভোগান্তি এবং প্রশাসনের অস্বস্তির ঠিক মাঝখানে রয়েছেন তাঁরা। ঘূর্ণিঝড় বিধ্বস্ত শহরে লড়াই করছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে।

ছিন্নভিন্ন হাইটেনশন তার, মুখ থুবড়ে পড়া বিদ্যুতের খুঁটি, পথ আটকানো গাছের সঙ্গে ক্ষুব্ধ বাসিন্দাদের ঘাড়ধাক্কা খাওয়াটাও যেন সম্প্রতি তাঁদের কাজের ‘পোর্টফোলিয়ো’র মধ্যে ঢুকে পড়েছে। মঙ্গলবার সকালে যুদ্ধকালীন পরিস্থিতিতে কালিন্দী-লেক টাউন থেকে যাদবপুরের রিজেন্ট এস্টেটে এসে থমকে গিয়েছিলেন সিইএসসি-র অভিজ্ঞ সুপারভাইজ়ার প্রসেনজিৎ দাস। এক যুগ ধরে কাজ করছেন। আয়লার পরেও লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু এমন বিস্তীর্ণ এলাকা জুড়ে তাণ্ডবের চিহ্ন তাঁরও আগে দেখা হয়নি। ‘‘পাবলিক রেগে যায়, গালিগালাজ করে, তবু আজকের ঝামেলাটা বেশ অনেক ক্ষণই গড়িয়েছিল।’’ বিকেলে রিজেন্ট এস্টেটের একটা উঁচু ছাদে কাজের ফাঁকে বলছিলেন প্রসেনজিৎ। এ দিন সকালে কাজ শুরু হতেই পাশের শ্রীকলোনির বাসিন্দারা চড়াও হন বলে অভিযোগ। প্রসেনজিতের সহকর্মী সুরজিৎ বাগকে কার্যত ‘অপহরণ’ করে ওই তল্লাটে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে জানাচ্ছিলেন সিইএসসি-র আপৎকালীন ‘গ্যাং’-এর সদস্যরা। শেষে যাদবপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কাজ বন্ধ ছিল।

আমপান ধাক্কা দেওয়ার পরে, ২০ মে থেকে একবেলাও বাড়ির মুখ দেখেননি প্রসেনজিতেরা। এত দিন তাঁদের দলবল উত্তর শহরতলিতে ব্যস্ত ছিল। সেখানেও গণবিক্ষোভ, গালমন্দের স্বাদ পেয়েছেন। যেমন, শনিবার বরাহনগরের যাদবচন্দ্র ঘোষ লেনের গোলমালের মধ্যে পড়েছিলেন তাঁরা। রবিবার গোলমাল বাধে দমদমের রেডিয়ো গলিতে। সে দিনও টানাহেঁচড়া করে গোটা দলকে ‘হাইজ্যাক’-এর চেষ্টা করেছিল পাশের কোনও পাড়া। তবে রিজেন্ট এস্টেটে এ দিনের ঝামেলা আরও চড়া সুরে বাঁধা বলে তাঁদের মনে হয়েছে। প্রসেনজিৎ অবশ্য এ সব গায়ে মাখছেন না। উঁচু ছাদ থেকেই মৃদু হেসে বললেন, ‘‘দত্তপুকুরে আমার বাড়িতেও বিদ্যুৎ নেই। বৃদ্ধ বাবা হার্টের রোগী, ছেলেটার এক বছর বয়স। ওটা বিদ্যুৎ বণ্টন নিগমের এলাকা। আমি চাইলেও কিছু করতে পারব না।’’

আরও পড়ুন: আমপানের রোষ থেকে মুক্তি পেল না বটানিক্যাল গার্ডেনও

এ দিন বিকেলে রিজেন্ট এস্টেটের একটা অংশে ছ’দিন পরে বিদ্যুৎ ফিরেছে প্রসেনজিৎদেরই সৌজন্যে। কিন্তু জয়ধ্বনির পরিস্থিতি ছিল না। পাশেই আরও অনেক অংশ আঁধারে। বিকেলে পর্যাপ্ত কেব্‌ল আসার অপেক্ষায় ছিলেন বিদ্যুৎ-যোদ্ধারা। প্রসেনজিৎ বললেন, ‘‘কেব্‌ল এলে আরও ঘণ্টা তিনেকের কাজ।’’ তবে রিজেন্ট এস্টেটের মতো বেশ কিছু এলাকায় আলো ফিরছে জোড়াতালি দিয়ে। সিইএসসি-র ব্যাখ্যা, কয়েকটি এলাকায় নতুন বিদ্যুতের খুঁটি বসিয়ে হাল ফেরাতে আরও এক সপ্তাহ লেগে যাবে। তাই দুর্ভোগ এড়াতে অস্থায়ী ব্যবস্থা চলছে।

আরও পড়ুন: ত্রাণশিবির ছাড়ার হিড়িক দুর্গতদের

মাঠে নেমে লড়াই করা যোদ্ধাদের সমস্যা অবশ্য সর্বত্র বহাল। যাদবপুর, রামগড়, গড়িয়া থেকে বেহালা, হরিদেবপুর, পর্ণশ্রীতে গত শনিবার থেকেই পুলিশ-পাহারায় ঘুরতে হচ্ছে সিইএসসি-র দলকে। কম-বেশি হেনস্থা, মারধর অনেকেরই জুটছে। সেই সঙ্গে কয়েক বছর ধরে লোকবল কমায় ধকল বেড়েছে বলে দাবি বিদ্যুৎ-যোদ্ধাদের। সন্ধ্যার মুখে পর্ণশ্রী এলাকায় সিইএসসি-র ডেপুটি জেনারেল ম্যানেজারকেও সহায়তার জন্য থানার সামনে দেখা গেল। জনৈক সিইএসসি-কর্তার কথায়, ‘‘লোকে সিইএসসি-র গাড়ি দেখলেই জবরদস্তি টেনে নিয়ে যাচ্ছে। কখনও মাটির নীচের তার সারানোর লোককে ধরে ওভারহেড তার সারাতে হবে বলে আবদার করছেন। কখনও বা উল্টোটা ঘটছে। দু’-এক দিনে গোটা শহরেই বিদ্যুৎ ফিরবে বলে আশা করছি।’’

Cyclone Amphan CESC Electricity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy