Advertisement
০৪ জুন ২০২৪

পুকুরে মিলল নিখোঁজের দেহ

নেতাজিনগরের খানপুর এলাকার শহিদনগরে একটি পুকুর থেকে মিলল এক মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম সবিতা সাহা। বছর পঞ্চাশের ওই মহিলা ওই এলাকারই বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১২
Share: Save:

নেতাজিনগরের খানপুর এলাকার শহিদনগরে একটি পুকুর থেকে মিলল এক মহিলার মৃতদেহ। বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম সবিতা সাহা। বছর পঞ্চাশের ওই মহিলা ওই এলাকারই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন সবিতাদেবী। এ দিন তাঁর পরিজনেরা এসে দেহ শনাক্ত করেন।

পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান সবিতাদেবী। রাতে বাড়ি না ফেরায় তাঁর পরিজনেরা নেতাজিনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এ দিন পুকুরে দেহটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। তাঁরা অবশ্য সবিতাদেবীকে চিনতেন না। কিন্তু বুধবার রাতের নিখোঁজ ডায়েরির পরে বৃহস্পতিবার দেহ উদ্ধার হওয়ায় পুলিশ সবিতাদেবীর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে। তাঁরাই এসে দেহ শনাক্ত করেন। সকালেই ময়না তদন্ত করে দেহটি আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য সবিতাদেবীর স্বামী উদয়ভানু সাহা এসএসকেএমে ভর্তি হন। মাস খানেক ভর্তি থাকার পরে দিন কয়েক আগে মৃত্যু হয় তাঁর। তার পর থেকে তিনি ছেলে ও ছেলের বৌয়ের সঙ্গে থাকছিলেন। তবে তাঁর পরিজনেরা পুলিশকে জানান, স্বামীর মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েন সবিতাদেবী। এমনকী পরিবারের সকলের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। বাড়ির সামনেই সবিতাদেবীর ছেলের দোকান। সেখানে নিয়মিত ছেলেকে কাজে সাহায্যও করতেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর পরে সেই কাজও বন্ধ করে দেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হন সবিতাদেবী। কোনও সুইসাইড নোটও মেলেনি। দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জলে ডুবেই মৃত্যু হয়েছে সবিতাদেবীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dead Body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE