Advertisement
০৪ মে ২০২৪

বাংলা গানকে বাঁচাতে আলোচনা

বাংলা গানের নবীন প্রজন্মের শিল্পীদের তুলে আনতে মঙ্গলবার, বিশ্ব সঙ্গীত দিবসে বিভিন্ন এফএম চ্যানেলের আঞ্চলিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ‘অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার্স’, (পশ্চিমবঙ্গ)-এর সদস্যেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৭:১৬
Share: Save:

বাংলা গানের নবীন প্রজন্মের শিল্পীদের তুলে আনতে মঙ্গলবার, বিশ্ব সঙ্গীত দিবসে বিভিন্ন এফএম চ্যানেলের আঞ্চলিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ‘অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার্স’, (পশ্চিমবঙ্গ)-এর সদস্যেরা। শিল্পীদের অভিযোগ, এফএম চ্যানেলগুলি ব্যবসায়িক স্বার্থে তাঁদের নিজস্ব গানকে গুরুত্ব না দিয়ে সিনেমার গান বেশি বাজাচ্ছে। সংগঠনের সম্পাদক শিবাজী চট্টোপাধ্যায় বলেন, ‘‘একটা সময়ে এফএম চ্যানেলগুলি শিল্পীদের নিজস্ব গান বাজানোয় আমাদের পরবর্তী প্রজন্মের শিল্পীদের পেয়েছিলেন বাঙালি শ্রোতারা। আজ তারা সে সব বন্ধ করে দেওয়ায় বাংলা গান হারিয়ে যাচ্ছে। নতুন শিল্পীরাও আর উঠে আসছেন না।’’

এফএম চ্যানেলের কর্তারা অবশ্য জানিয়েছেন, কোন গান বাজবে তা একেবারে তাঁদের জাতীয় পর্যায় থেকে ঠিক হয়ে আসে। শ্রোতাদের চাহিদা মেনেই সিনেমার গান বেশি বাজানো হয়। তবে তার মধ্যেও বাংলা বেসিক গান বাজে। তা সত্ত্বেও যাতে নতুন বাংলা গান আরও বেশি করে বাজানো যায়, তার জন্য চেষ্টা করা হবে। শিবাজীবাবু ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী, বাংলা ব্যাণ্ডের সিধু, সুরজিৎ প্রমুখ। ঊষার কথায়, ‘‘বাংলা গানকে বাঁচাতে হলে এফএম চ্যানেলগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengali song Discussion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE