Advertisement
১১ মে ২০২৪

এসি কেনার হিড়িকে বাড়ছে বিদ্যুৎ চাহিদা

এ বার গরমের শুরুতেই বিদ্যুতের চাহিদা গত বছরের সর্বোচ্চ চাহিদাকে প্রায় ছুঁতে চলেছে। সিইএসসি কর্তাদের ব্যাখ্যা, এসি কেনার বিপুল হিড়িকই এই বর্ধিত চাহিদার পিছনে মূল কারণ।

পিনাকী বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০০:১৬
Share: Save:

এ বার গরমের শুরুতেই বিদ্যুতের চাহিদা গত বছরের সর্বোচ্চ চাহিদাকে প্রায় ছুঁতে চলেছে। সিইএসসি কর্তাদের ব্যাখ্যা, এসি কেনার বিপুল হিড়িকই এই বর্ধিত চাহিদার পিছনে মূল কারণ।

সিইএসসি এলাকায় গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২০০০ মেগাওয়াটের কিছু বেশি। সংস্থা কর্তৃপক্ষ জানাচ্ছেন, এ বছর গরমে চাহিদা কমপক্ষে ২০৩৫ মেগাওয়াটে গিয়ে দাঁড়াতে পারে। বিদ্যুৎ শিল্পমহলের মতে, যে কোনও বড় শহরে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে শুধু ভোগ্যপণ্যের ব্যবহার বাড়লে। অর্থাৎ যত বেশি এসি, গিজার, ওয়াশিং মেশিন বিক্রি হবে, তত বাড়বে বিদ্যুৎ-চাহিদা। তাঁদের দাবি, এ শহরেও এখন বিদ্যুতের চাহিদা বাড়ছে ভোগ্যপণ্যের ব্যবহার, বিশেষত এসি কেনার সংখ্যা বৃদ্ধির কারণেই।

গ্রাহকেরাও বলছেন, কয়েক বছর ধরেই গরমে কলকাতার তাপমাত্রা সহ্যের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ বিলের কথা ভেবে যাঁরা এত দিন এসি কেনার কথা ভাবেননি, তাঁরাও এখন কিনতে বাধ্য হচ্ছেন। সিইএসসি-র এক কর্তা জানান, ছোটখাটো দোকান এবং রেস্তোরাঁতেও এখন এসি লাগানোর চল হয়েছে। এতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে।

সিইএসসি-র হিসেবে, গত বছর ১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তাদের কাছে এসি-র আবেদনপত্র জমা পড়েছিল ৬,৩৬০টির মতো। এ বছর, একই সময়ে অঙ্কটা ১৪ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি, গত বছরে সিইএসসি এলাকায় নতুন এসি লেগেছিল ৩৯ হাজারের মতো। চলতি বছরে এখনও পর্যন্ত আবেদনত্র জমা পড়ার যা বহর, তাতে সংখ্যাটা ৪৫ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংস্থা কর্তৃপক্ষ। এক কর্তা জানান, ১১ এপ্রিল যে দিন কলকাতায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির উপর, সে দিন বিদ্যুতের চাহিদাও বেড়ে হয়েছিল ১৮৯৭ মেগাওয়াট।

সিইএসসি-র দাবি, এসি-র ব্যবহার বাড়ায় গ্রাহকদের চটজলদি পরিষেবা দেওয়া হচ্ছে। এসি সংযোগের আবেদন অনলাইনে করতে পারছেন গ্রাহকেরা। দিন দুয়েকের মধ্যেই পাওয়া যাচ্ছে সংযোগ। আর তার জেরে সিইএসসি এলাকায় বিদ্যুতের চাহিদাও বাড়ছে তরতরিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

summer AC electricity kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE