Advertisement
০৫ মে ২০২৪

এখনও বন্ধ চলমান সিঁড়ি

কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশনের এক দিকের চলমান সিঁড়িটি এত দিন ধরে খারাপ থাকায় যাত্রীদের চূড়ান্ত ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ। যদিও মেট্রো কর্তারা জানিয়েছেন, সিঁড়িটি চালু হতে আরও দিন দুয়েক সময় লাগবে।

ছবি: ফেসবুকের সৌজন্যে

ছবি: ফেসবুকের সৌজন্যে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০০:১৬
Share: Save:

তেরো দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও চাঁদনি চক মেট্রো স্টেশনের চলমান সিঁড়িটি সারানো হল না।

কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশনের এক দিকের চলমান সিঁড়িটি এত দিন ধরে খারাপ থাকায় যাত্রীদের চূড়ান্ত ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ। যদিও মেট্রো কর্তারা জানিয়েছেন, সিঁড়িটি চালু হতে আরও দিন দুয়েক সময় লাগবে। মেট্রো সূত্রের খবর, কয়েক দিন আগে কবি সুভাষ মেট্রো স্টেশন একটি চলমান সিঁড়ি আচমকা উল্টো দিকে চলতে শুরু করে। বড় বিপত্তি না হলেও কয়েক জন যাত্রী ওই ঘটনায় আহত হন। এর পরেই মেট্রোর জেনারেল ম্যানেজার বিশ্বেশ চৌবে চলমান সিঁড়িগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ অডিটের নির্দেশ দেন। চাঁদনি স্টেশনের চলমান সিঁড়িতে এখন ওই অডিট চলছে। তাই একটু সময় লাগছে।

শহরের বাণিজ্যকেন্দ্র হওয়ায় চাঁদনি চক মেট্রো স্টেশনে দিনভর যাত্রী চাপ থাকে। কিন্তু রেলের নিয়ম অনুযায়ী, যাত্রী সুরক্ষার জন্য যে কোনো চলমান বস্তুর এ ধরনের সুরক্ষা অডিটের প্রয়োজন। সে কথা মানছেন নিত্যযাত্রীরা। কিন্তু তাঁদের প্রশ্ন, এই কাজে এত সময় লাগবে কেন? যাত্রীদের দাবি, অবিলম্বে চাঁদনির চলমান সিঁড়িটি চালু করা হোক। এই স্টেশন দিয়ে প্রতি দিন যাতায়াত করেন অরূপ রায়। তাঁর কথায়, ‘‘আমি হার্টের রোগী। এই ভাবে বারো দিন ধরে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। হাফ ধরে যাচ্ছে। গড়িয়ে গড়িয়ে কাজ চলছে। কত দিন ভুগতে হবে কে জানে।’’

মেট্রো কর্তারা জানান, একই কারণে শুক্রবার রাত থেকে শ্যামবাজার মেট্রো স্টেশনের চলমান সিঁড়িও বন্ধ থাকবে। অডিট চলবে আড়াই মাস। অর্থাৎ সিঁড়িটি আড়াই মাস বন্ধ থাকবে। সে ক্ষেত্রে দীর্ঘ ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE