স্কুল থেকে ফিরে খেতে খেতে বা পড়াশুনার পরে ফাঁক পেলেই টিভি চালিয়ে সোজা কার্টুন চ্যানেল। আর ছুটি থাকলে তো কথাই নেই, সে দিন তো একটু বেশিই ছাড়। অফিস থেকে ফিরে বাবা-মায়ের টিভি দেখাও ওঠে শিকেয়। সিরিয়াল বা রিয়্যালিটি শো থেকে চ্যানেল পাল্টে টিভির পর্দায় তখন অ্যানিমেশনের নানা চরিত্র। কেউ বিভোর হয়ে ঢোলকপুর পৌঁছে গিয়েছে ‘ছোটা ভীম’-এর সঙ্গে, কেউ মুগ্ধ ডোরেমনের নতুন নতুন গ্যাজেট-এ, কারও আবার মজে টম ও জেরির খুনসুটিতে।
এই ছবি এখন ঘরে ঘরেই। শুধু টিভিতেই নয়, অ্যানিমেশন এখন সর্বত্রই জনপ্রিয়। জামা থেকে পুজোর প্যান্ডেল, বইয়ের স্টিকার, টিফিন বাক্স, জলের বোতল, চাদর— সবেতে দাপিয়ে বেড়াচ্ছে কার্টুন চরিত্র। অ্যানিমেশনের প্রতি ছোটদের এই ঝোঁকের কথা মাথায় রেখেই এ বার কলকাতা ও আশপাশের এলাকার বেশ কিছু স্কুলে শুরু হচ্ছে অ্যানিমেশনের পাঠ। বাংলা, ভূগোল, ইতিহাসের পাশাপাশি অ্যানিমেশন নিয়ে সপ্তাহে বেশ কয়েকটি ক্লাস করানো হবে বলে জানালেন স্কুলের কর্তারা।
শহর ও শহরতলিতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যানিমেশনের নানা রকম কোর্স রয়েছে। সেখান থেকে মেলে স্নাতক স্তরের ডিগ্রিও। কিন্তু স্কুলের পাঠ্যক্রমে অ্যানিমেশন কোর্স এই প্রথম বলেই দাবি বিভিন্ন স্কুল-কর্তৃপক্ষের। তাঁরাই জানালেন, শুধু নির্দিষ্ট ক্লাসই নয়, হাতে-কলমে প্রশিক্ষণ দিতে আয়োজন করা হবে বিভিন্ন কর্মশালারও। অর্থাৎ পড়ুয়ারা যাতে কার্টুন চরিত্রগুলিকে টেলিভিশনের পর্দায় দেখার পাশাপাশি নিজে থেকেও সেগুলি তৈরি করতে পারে, সে পথেই এগোচ্ছে স্কুলগুলি।