Advertisement
১৬ মে ২০২৪

লরির ধাক্কায় মৃত্যু তরুণীর

হাজারো প্রচার এবং পুলিশি তৎপরতার তোয়াক্কাই করছে না বেপরোয়া যানবাহন। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। জখম হচ্ছে পথ-পুলিশও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:৪৫
Share: Save:

হাজারো প্রচার এবং পুলিশি তৎপরতার তোয়াক্কাই করছে না বেপরোয়া যানবাহন। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। জখম হচ্ছে পথ-পুলিশও। যেমন রবিবার রাতে হেস্টিংস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় প্রাণ হারালেন কোয়েল সাহা নামে এক তরুণী। আহত হলেন তিন ট্রাফিক পুলিশকর্মী এবং তরুণীর সঙ্গী, মোটরবাইক আরোহী যুবক।

পুলিশ জানায়, হেস্টিংস মোড়ে সেতুর নীচে একটি গাড়িকে দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন এক সার্জেন্ট এবং দুই কনস্টেবল। তখনই মোটরবাইকে আসছিলেন ওই যুবক ও তরুণী। হঠাৎই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটির পিছনে ধাক্কা মারে। উল্টে যায় বাইক। পিছনে বসা তরুণী ছিটকে পড়েন রাস্তায়। পড়ে যান বাইকচালক যুবকও।

বাইকে ধাক্কা মেরে লরিটি রাস্তায় দাঁড়ানো গাড়িটিকে ধাক্কা মারে। গাড়িটি আচমকা এগিয়ে যাওয়ায় তার ধাক্কায় জখম হন ট্রাফিক সার্জেন্ট ব্রহ্মকুমার দুবে। পড়ে গিয়ে আহত হন দুই ট্রাফিক কনস্টেবল আয়ুব আলি খান ও মনোজ টোপনো। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বছর আঠারোর ওই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।

এ দিনই বিকেলে কেষ্টপুর খাল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident Girl killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE