Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জলাশয় ভরানো নিয়ে তদন্ত

মেয়র সব্যসাচী দত্ত জানান, বেশ কয়েকটি ওয়ার্ড থেকে জলাশয় ভরাট ও বেআইনি নির্মাণের অভিযোগ এসেছে। ইতিমধ্যেই পুরসভা নিজে কিছু ক্ষেত্রে জলাশয় ভরাট আটকে দিয়েছে। কিছু ক্ষেত্রে মামলা করা হয়েছে অথবা থানায় অভিযোগও করা হয়েছে। এর পাশাপাশি, পরিবেশ দফতর এবং বিভিন্ন প্রশাসনিক স্তরেও অভিযোগ জানানো হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০১:৪৬
Share: Save:

জলাশয় ভরাট ও বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভা পরিবেশ দফতর-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছিল। এর পরেই পরিবেশ দফতর বিস্তারিত খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ করার জন্য উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেই অভিযোগের তদন্ত করে দ্রুত পদক্ষেপ করা হবে।

মেয়র সব্যসাচী দত্ত জানান, বেশ কয়েকটি ওয়ার্ড থেকে জলাশয় ভরাট ও বেআইনি নির্মাণের অভিযোগ এসেছে। ইতিমধ্যেই পুরসভা নিজে কিছু ক্ষেত্রে জলাশয় ভরাট আটকে দিয়েছে। কিছু ক্ষেত্রে মামলা করা হয়েছে অথবা থানায় অভিযোগও করা হয়েছে। এর পাশাপাশি, পরিবেশ দফতর এবং বিভিন্ন প্রশাসনিক স্তরেও অভিযোগ জানানো হয়েছে।

সূত্রের খবর, যে সব এলাকা থেকে অভিযোগ আসছে সেগুলি বেশিরভাগই শাসক দলের ওয়ার্ড। যদিও শাসক দলের একাংশ সেই অভিযোগ মানতে নারাজ। এখানেই প্রকাশ্যে আসছে শাসক দলের মতপার্থক্য। যেমন, সল্টলেকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর বলেন,‘‘এই ওয়ার্ডে নলবন এলাকা ছাড়া কোনও জলাভূমি নেই। সেখানে জলাভূমি ভরাটের অভিযোগ ভিত্তিহীন।’’

উত্তর ২৪ পরগনার অতিরিক্তি জেলাশাসক (ভূমি ও রাজস্ব) দিব্যেন্দ্যু ভট্টাচার্য বলেন, ‘‘রাজারহাট, বিধাননগর এলাকায় জলাভূমি ভরাট সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে। ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে তদন্ত করে পদক্ষেপ করা হয়েছে। বাকি ক্ষেত্রেও যথাযথ পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE