Advertisement
০৫ মে ২০২৪

এনআরএসে রোগীর পরিজনদের সঙ্গে ধুন্ধুমার জুনিয়র ডাক্তারদের

আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রোগীর পরিজনদের সঙ্গে ধুন্ধুমার জুনিয়র ডাক্তারদের। এ বার ঘটনাস্থল নীলরতল সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। যার জেরে সুরক্ষার দাবিতে কর্মবিরতির হুমকি জুনিয়র ডাক্তারদের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ১২:৩৫
Share: Save:

আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রোগীর পরিজনদের সঙ্গে ধুন্ধুমার জুনিয়র ডাক্তারদের। এ বার ঘটনাস্থল নীলরতল সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। যার জেরে সুরক্ষার দাবিতে কর্মবিরতির হুমকি জুনিয়র ডাক্তারদের।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের কাছে মোটরবাইক দুর্ঘটনায় আহত হন সুদর্শন বিশ্বাস নামে এক ব্যক্তি। তাঁর মাথায় আঘাত লাগে। তাঁকে এনআরএসের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিজনেরা। রোগীর পরিবারের দাবি, এরপরই তাঁরা জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করেন রোগীর সিটি স্ক্যান করাতে। কিন্তু ডাক্তাররা তাতে কর্ণপাত করেননি। উল্টে তাঁরাই রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

যদিও জুনিয়র ডাক্তারদের দাবি, রোগীর পরিজনেরাই তাঁদের ওপর চড়াও হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, রাতেই দু’পক্ষের বচসা তীব্র আকার ধারণ করে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থানে বসেন এনআরএসের জুনিয়র ডাক্তাররা। তাঁরা কর্মবিরতির হুমকি দেন। এক জুনিয়র ডাক্তার জানান, বারবার জানানো সত্বেও কর্তৃপক্ষ কোনও সুরক্ষার ব্যবস্থা করেননি। তাই এই অবস্থান। তিনি বলেন, ‘‘আমরা সুপারের কাছে এই বিষয়টি নিয়ে কথা বলব। তারপর আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nrs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE