Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bird Aviary

পাখি রাখার প্রকল্প বাতিল করল পুরসভা

পুরসভার উদ্যান দফতর সূত্রের খবর, বামফ্রন্ট আমলেই এই প্রকল্প তৈরির জন্য পুর কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছিলেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০১:৫৫
Share: Save:

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেই কলকাতা পুরসভা আধুনিক মানের বড় খাঁচা (অ্যাভিয়ারি) তৈরি করে বিভিন্ন রকমের পাখি রাখার পরিকল্পনা করেছিল। সম্প্রতি লকডাউন এবং বিভিন্ন জটিলতার কারণে ওই প্রকল্প বাতিল করলেন পুর কর্তৃপক্ষ।

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা উদ্যান দফতরের প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘অনেক দিন আগেই পুরসভাকে এই ধরনের প্রকল্প করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আবেদন জানিয়েছিল। পরবর্তী কালে সে সব নিয়ে ভাবা হলেও লকডাউন এবং অন্যান্য জটিলতার কারণে প্রকল্পটি বাতিল করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।’’

পুরসভার উদ্যান দফতর সূত্রের খবর, বামফ্রন্ট আমলেই এই প্রকল্প তৈরির জন্য পুর কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছিলেন। পরবর্তী কালে তৃণমূল পরিচালিত পুর বোর্ড গঠিত হওয়ার পরেও এই নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। ঠিক হয়েছিল, বাইপাসের ধারে কোনও সংস্থার জমিতে আধুনিক মানের পাখির খাঁচা (অ্যাভিয়ারি) তৈরি করা হবে। শহরের সৌন্দর্যায়ন করাই মূলত লক্ষ্য ছিল। পরবর্তী কালে জমি পাওয়ার ক্ষেত্রেও কিছু অসুবিধা তৈরি হয়। আশপাশের বেশ কিছু অঞ্চল প্রাথমিক ভাবে চিহ্নিত করা হলেও সেগুলি পূর্ব কলকাতা জলাভূমির মধ্যে পড়ে যাওয়ায় পুরসভা সে বার প্রকল্প রূপায়ণে পিছিয়ে আসে।

এ ছাড়াও প্রশ্ন উঠেছিল, ওই খাঁচায় পাখি কী ভাবে রাখা হবে। তা ছাড়াও বিদেশি এবং দেশি পাখি রাখার বিষয়ে বন দফতরের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল।

এ সবের পরেই সমগ্র প্রকল্পটি থমকে গিয়েছে। লকডাউনের পরিস্থিতিতে এই ধরনের প্রকল্পের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করাও খানিকটা বিলাসিতা বলেই মনে করছেন কর্তৃপক্ষ। ফলে আপাতত এই প্রকল্প নতুন করে বাস্তবায়িত করার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তাঁরা। তাই দীর্ঘ বছর ধরে পাখির আধুনিক খাঁচা তৈরির প্রকল্পটি সেই খাঁচাবন্দি হয়েই থেকে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bird Aviary KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE