Advertisement
০৭ মে ২০২৪

উচ্চশিক্ষার দাবিতে বিক্ষোভ চিকিৎসকদের

চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরামের দাবি, চাকরিরত চিকিৎসকদের যোগ্যতা থাকলেও সরকার আরও পড়ার অনুমতি দিচ্ছে না।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০১:৩৬
Share: Save:

সরকারি চাকরিরত চিকিৎসকেরা উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসন পড়ার অনুমতি দিচ্ছে না। এই অভিযোগে বুধবার দিনভর স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করলেন চিকিৎসকদের একাংশ।

চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরামের দাবি, চাকরিরত চিকিৎসকদের যোগ্যতা থাকলেও সরকার আরও পড়ার অনুমতি দিচ্ছে না। এমবিবিএস পাশ করার পরে তাই তাঁরা পরবর্তী পর্যায়ে ভর্তি হতে পারছেন না। অথচ নিয়মমাফিক চাকরিরত চিকিৎসকদের জন্য আসন সংরক্ষিত থাকে। এ বছর ৩৬০ জন চাকরিরত চিকিৎসক এমডি পড়ার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেও রাজ্য মাত্র ১৮০ জনকে অনুমতি দিয়েছে। সংগঠনের দাবি, এতে উচ্চশিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। চিকিৎসকদের পরবর্তী পর্যায়ে পড়তে না দেওয়ায় রাজ্য জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের আকালও দেখা দিয়েছে।

দিনভর বিক্ষোভের পরে সন্ধ্যায় স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফোরাম। সংগঠনের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, ‘‘স্বাস্থ্য অধিকর্তা আশ্বাস দিয়েছেন, চাকরিরত চিকিৎসকদের উচ্চশিক্ষায় সমস্যা হবে না। তিনি সব খতিয়ে দেখবেন। আশ্বাস পাওয়ার পরে অবস্থান তুলে নেওয়া হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swasthya Bhawan Doctors Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE