Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Landslide in street

ফের কলকাতার রাস্তায় ধস, এ বার গোলপার্কে

সকাল সাড়ে ১১টা। পথচলতি মানুষজন হঠাৎই লক্ষ করেন, ধসে গিয়েছে রাস্তার অনেকটা অংশ। শনিবার সকালে গড়িয়াহাটের গোলপার্কের আইল্যান্ডের পাশে এই গর্ত দেখে স্বাভাবিক ভাবেই চমকে যান স্থানীয় মানুষজন।

এ ভাবেই নেমেছে ধস। নিজস্ব চিত্র।

এ ভাবেই নেমেছে ধস। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩
Share: Save:

সকাল সাড়ে ১১টা। পথচলতি মানুষজন হঠাৎই লক্ষ করেন, ধসে গিয়েছে রাস্তার অনেকটা অংশ। শনিবার সকালে গড়িয়াহাটের গোলপার্কের আইল্যান্ডের পাশে এই গর্ত দেখে স্বাভাবিক ভাবেই চমকে যান স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ এসে জায়গাটি ব্যারিকেড করে ঘিরে দেয়। জায়গাটি গোলপার্ক আইল্যান্ডের পাশে হওয়ায় ট্রাফিক সামলাতে পুলিশের খুব একটা সমস্যা হয়নি। যদিও ঘটনাস্থলের পাশে বহু ক্ষণ উৎসাহী লোকজনকে সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ পুরসভার আধিকারিকদের সঙ্গে সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভা সূত্রে খবর, গর্তটি আট ফুট লম্বা, ১০ ফুট চওড়া এবং আড়াই ফুট ব্যাসার্ধের।

কিন্তু শহরের অন্যতম ব্যস্ত জায়গায় রাস্তা ধসে যাওয়ার কারণ কী? ঘটনাস্থল পরিদর্শন করতে এসে মেয়র জানান, বহু কাল আগে একটি বেসরকারি ব্যাঙ্ক কোনও কাজের জন্য এখানে একটা গর্ত খুঁড়েছিল। পরে তারা সেটা বালি দিয়ে বুজিয়ে দেয়। পরে তার ওপর গালিপিট এবং পুরসভার নিকাশি পাইপলাইন তৈরি করা হয়েছিল। ওই পাইপলাইন থেকে দীর্ঘ দিন থেকে জল চুঁইয়ে পড়ে বালি সরিয়ে দিয়েছে। যার ফলে ওই জায়গাটি ফাঁপা হয়ে গিয়েছে। গালিপিটও তার ওপরে থাকা পাইপলাইনের ওজন নিতে পারেনি। ফলে আচমকা এই ধস তৈরি হয়েছে। তিনি বলেন, ‘‘ডিজি ড্রেনেজের পর্যবেক্ষণে পুরসভার কর্মীরা টানা কয়েক দিন কাজ করবেন। জায়গাটি মেরামত করার পাশাপাশি একটা দেওয়াল তৈরি করে দেওয়া হবে।’’ তাঁর কথায়, “পুলিশের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছিল, সোমবারের মধ্যে এই মেরামতির কাজ মিটিয়ে ফেলতে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা কাজ করলেও বুধবারের আগে এই মেরামতির কাজ শেষ করা অসম্ভব।”

কিন্তু, মাঝেমধ্যেই কলকাতার রাস্তায় ধস নামার কারণ কী? কলকাতার ভূগর্ভস্থ মানচিত্র সম্বন্ধে কতটা ধারণা রয়েছে পুরসভার? মেয়র বলেন, ‘‘ভূগর্ভস্থ মানচিত্র সম্পূর্ণ না হলেও অনেকটাই তৈরি রয়েছে। প্রয়োজনমতো পুরসভার তরফে বিভিন্ন জায়গায় সমীক্ষাও চালানো হয়।’’ একই সঙ্গে তাঁর বক্তব্য, বহু বছরের পুরনো শহরের ভূগর্ভে বিভিন্ন জটিলতা রয়েছে। তাই হঠাৎ করে যে কোন বিপর্যয় হতেই পারে। তবে যে কোনও রকম ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: বাঙালি দুর্গা পূজা নতুন রূপে নতুন সাজে

আরও পড়ুন: বেপরোয়া অটোয় উঠে বেঘোরে মৃত্যু অষ্টাদশীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Landslide Street Golpark Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE