Advertisement
E-Paper

বালির মাঠে নেমে পড়ল সব দলই

প্রচারের শেষ রবিবারেও দৃশ্যত এগিয়ে রইল তৃণমূল। অন্য দিনের থেকে বেশি দেখা গিয়েছে সিপিএমকে। ছিল বিজেপি-ও। শুধু তেমন দেখা মেলেনি কংগ্রেসের। তবে বালিতে প্রচারে সবচেয়ে নজর কেড়েছে এক জনেরই অনুপস্থিতি। তিনি তৃণমূল বিধায়ক সুলতান সিংহ।

শান্তনু ঘোষ

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৮
প্রচারে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ রায়। ছবি: দীপঙ্কর মজুমদার।

প্রচারে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ রায়। ছবি: দীপঙ্কর মজুমদার।

প্রচারের শেষ রবিবারেও দৃশ্যত এগিয়ে রইল তৃণমূল। অন্য দিনের থেকে বেশি দেখা গিয়েছে সিপিএমকে। ছিল বিজেপি-ও। শুধু তেমন দেখা মেলেনি কংগ্রেসের। তবে বালিতে প্রচারে সবচেয়ে নজর কেড়েছে এক জনেরই অনুপস্থিতি। তিনি তৃণমূল বিধায়ক সুলতান সিংহ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নানা বিতর্কে নাম জড়িয়ে এখন কোণঠাসা সুলতান সিংহ। তাঁর ঘনিষ্ঠরা টিকিট পাননি। তাই কি আড়ালে তিনি? ঘনিষ্ঠ মহলের দাবি, গলায় অস্ত্রোপচার হয়েছে বিধায়কের। কথা বলতে পারছেন না। তাই প্রচারে আসছেন না।

এ দিন সকালে দলের কর্মীদের নিয়ে বালি পুর-বাজারে আসেন ৫৩ ‌নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বলরাম ভট্টাচার্য। সব্জি-মাছ কেনার ফাঁকেই ক্রেতা-বিক্রেতাদের কাছে ভোট চান ওই শ্রমিক নেতা। ৫২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রবীর রায়চৌধুরী আবার সাইকেলে দলীয় পতাকা বেঁধে বেরিয়ে পড়েছিলেন প্রচারে। ওয়ার্ডের সিপিএম প্রার্থী প্রাক্তন কাউন্সিলর মহাদেব কর্মকারও বাড়ি বাড়ি গিয়ে দলের লিফলেট বিলি করে বললেন, ‘‘আমি কিন্তু পুরনো লোক।’’

৫১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শেফালি চক্রবর্তী ঘুরলেন বালি জুট মিলের শ্রমিক মহল্লায়। ওই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী বেবি জানা প্রামাণিক আবার বিভিন্ন রান্নাঘরে ঢুকে মহিলাদের সমর্থন চাইলেন।

সকালেই লিলুয়ার চার প্রার্থী শোভা মৌর্য, সুবীর রাউত, দেবকিশোর পাঠক, নারায়ণ মজুমদারকে নিয়ে রোডশো করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিকেলে বেলুড়ের ৫৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী পল্টু বণিকের সমর্থনের জনসভায় যান সাংসদ শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি ও মন্ত্রী অরূপ রায়, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ দিনই ৫৩, ৫৩, ৫৫, ৬০, ৬১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বেলুড় থেকে বালি পর্যন্ত মিছিল করে বিজেপি। প্রচার-মিছিলে পা মেলান সৌরভ মণ্ডল, বনশ্রী মণ্ডল, দুর্গাদেবী সিংহ-সহ বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা।

howrah corporation election bally bally election campaign bally vote
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy