Advertisement
০২ মে ২০২৪
ব্যাহত পরিষেবা

তোলাবাজির প্রতিবাদে নতুন অটো সংগঠন

দিন দশেক আগে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে প্রহৃত হয়েছিলেন অটোচালকেরা। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ চালকেরা প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর আধ ঘণ্টারও বেশি গড়িয়া-গোলপার্ক রুটে অটো চলাচল বন্ধ রেখেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৯
Share: Save:

দিন দশেক আগে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে প্রহৃত হয়েছিলেন অটোচালকেরা। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ চালকেরা প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর আধ ঘণ্টারও বেশি গড়িয়া-গোলপার্ক রুটে অটো চলাচল বন্ধ রেখেছিলেন। এর পরেও অভিযুক্ত তোলাবাজকে গ্রেফতার হওয়া তো দূর অস্ত, অটো সংগঠনের নামে তোলা আদায় থেমে থাকেনি বলে অভিযোগ করেছেন চালকেরা। তোলাবাজির প্রতিবাদে রবিবার বাধ্য হয়ে গড়িয়া-গোলপার্কের অটো ইউনিয়নের সংগঠন ভেঙে নতুন সংগঠন তৈরি করা হল। নয়া সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রবিবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা অটো চলাচল বন্ধ রইল। রবিবার ছুটির দিন থাকায় তেমন দুর্ভোগ পোহাতে হয়নি নাগরিকদের।

অভিযোগ, গড়িয়া-গোলপার্ক রুটে এতদিন একটাই অটোর ইউনিয়ন (দক্ষিণ কলকাতা অটো রিকশা ড্রাইভার্স অ্যান্ড অপারেটর্স ইউনিয়ন) ছিল। রবিবার সেটি ভেঙে নয়া সংগঠনের নামকরণ হয়েছে ‘কলকাতা অটো রিকশা অপারেটর্স ইউনিয়ন’। তার সভাপতি হয়েছেন গড়িয়া-গোলপার্ক রুটের অটো ইউনিয়নের আইএনটিটিইউসি নেতা সৌমেন মালাকার।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কলকাতা অটো রিকশা ড্রাইভারস অ্যান্ড অপারেটর্স ইউনিয়নের সঙ্গে যুক্ত দেবরাজ ঘোষ, বাবান ঘোষ প্রমুখ। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা আইএনটিটিইউসি নেতা শোভনদেব চট্টোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, বাবান ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও দলের শাখা সংগঠনের যোগাযোগ নেই। তবুও দীর্ঘদিন ধরেই গড়িয়া-গোলপার্ক রুটের অটোচালকদের থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে বাবানের বিরুদ্ধে। আবার বাবানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বই।

সৌমেনবাবুর অভিযোগ, ‘‘বাবান স্বঘোষিত তৃণমূল নেতা। নিজেকে শাসক দলের নেতা বলে জাহির করে দীর্ঘদিন ধরেই সংগঠনের নামে তোলা আদায় করছিল।’’ সৌমেনবাবুর বক্তব্য, ‘‘সম্প্রতি অটোচালকেরা বিষয়টি আমাকে জানানোয় আমি তাঁদের টাকা দিতে নিষেধ করি। আমি প্রতিবাদ করায় ২ সেপ্টেম্বর বাবান ও তাঁর দলবল আমাকে ও চার-পাঁচ জন অটোচালককে মারধর করে।’’ ওই দিনই নেতাজিনগর থানায় বাবানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত আজও অধরা। তোলাবাজির ঘটনার প্রতিবাদে বাধ্য হয়েই নতুন সংগঠন তৈরি করা হল বলে জানান নয়া সংগঠনের প্রতিনিধিরা। গড়িয়া-গোলপার্ক অটো রুটের প্রায় এক হাজার চালকের মধ্যে প্রায় ৭০০ চালক তাঁদের সংগঠনে যোগ দেন বলে দাবি করেছেন সৌমেনবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Auto Extortion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE