Advertisement
০২ জুন ২০২৪

দক্ষিণবঙ্গের বাসেও ওয়াই-ফাই পরিষেবা

পরিবহণ দফতর সূত্রের খবর, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের আয় ছিল ৫০ কোটি টাকা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০১:৫২
Share: Save:

এ বার বাসেও মিলবে ওয়াই-ফাই পরিষেবা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের কলকাতা থেকে দিঘা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং হলদিয়াগামী বাসে মিলবে এই সুবিধা। বুধবার কলকাতায় নিগমের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যাত্রী পরিষেবা উন্নত করতে আরও পদক্ষেপ করা হবে। নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানান, প্রযুক্তির যুগে যাত্রীদের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে এ বার চলন্ত বাসে বিনামূল্যে পাওয়া যাবে ওয়াই-ফাই।

পরিবহণ দফতর সূত্রের খবর, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের আয় ছিল ৫০ কোটি টাকা। বর্তমানে নিগমের আয় ১৪০ কোটি টাকা। চলতি বছরে আয়ের লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা ধরা হয়েছে।

নতুন বাস নামছে কি না জানতে চাইলে তমোনাশবাবু বলেন, ‘‘এখন ওই পাঁচটি রুটে ১৩০টি বাস চলে। আরও কিছু নতুন বাস নামানো হবে। তাই আরও চালক-কন্ডাক্টর নিয়োগ করা হবে। সূত্রের খবর, নিগমের অধীনে ১৪টি ডিপো রয়েছে। নিগমের এক অফিসার জানান, বাস সময়ে ছাড়ছে কি না তা দেখার দায়িত্ব ডিপো ইনচার্জের। বাইরে থেকে ডিউটিতে আসতে মাঝেমাঝে দেরি হওয়ায় বাসও ছাড়তে দেরি হয়। তাই এ বার ডিপোর মধ্যেই তাঁদের থাকার জন্যে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Wify ওয়াইফাই
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE