Advertisement
০৫ মে ২০২৪

পুর প্রকল্পে আর পরামর্শদাতা নিয়োগ নয়

পুর সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুর এলাকায় একটি নিকাশি প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় পুর প্রশাসন।

খরচ ও সময় বাঁচাতে নয়া ভাবনা পুরসভার।

খরচ ও সময় বাঁচাতে নয়া ভাবনা পুরসভার।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০২:৩৬
Share: Save:

পুরসভার নিজস্ব প্রকল্পের কাজে পরামর্শদাতা নিয়োগের প্রথা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পুরকর্তাদের মত, এতে শুধু খরচই বাঁচবে না, সঙ্গে বাঁচবে সময়ও।

পুর সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুর এলাকায় একটি নিকাশি প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় পুর প্রশাসন। সেই প্রকল্প রিপোর্ট তৈরির জন্য পরামর্শদাতা নিয়োগ করতে হবে— এই মর্মে নোট তৈরি করে মেয়রের সম্মতির জন্য পাঠানো হয়। পুরসভা সূত্রের খবর, পরামর্শদাতা নিয়োগের জন্য খরচ ধরা হয় প্রায় ২০ লক্ষ টাকা।

নিকাশি দফতরের দেওয়া সেই প্রস্তাব বিভাগীয় অফিসারদের হাত ঘুরে মেয়র ফিরহাদ হাকিমের টেবিলে পৌঁছতেই তিনি বেঁকে বসেন। অফিসারদের জানিয়ে দেন, পরামর্শদাতা নিয়োগ করা হবে না। সেই কাজ করতে হবে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের। এর পরেই সেই ফাইল সংশ্লিষ্ট দফতরে ফিরিয়ে দেওয়া হয় বলে পুরসভা সূত্রের খবর।

এই সিদ্ধান্তের কথা ছড়াতেই শোরগোল পড়ে গিয়েছে পুরসভার অন্দরে। পুরসভা সূত্রের খবর, কোন কোন দফতরের প্রকল্পে পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, তার খোঁজ শুরু করেছেন কর্তারা। এক পদস্থ আমলা জানান, পরামর্শদাতা নিয়োগে আর টাকা খরচ করা হবে না। এক পুর আধিকারিক জানান, পরামর্শদাতা নিয়োগ করে কয়েক কোটি টাকাও ব্যয় হয়েছে। এই ব্যবস্থা বন্ধ হলে অহেতুক খরচ বাঁচবে বলেই তাঁর ধারণা।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মেয়র বলেন, ‘‘পুরসভার সব দফতরেই দক্ষ ইঞ্জিনিয়ারেরা রয়েছেন। সেখানে প্রকল্প রিপোর্ট তৈরি করার জন্য আলাদা বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে কেন? দফতরের কেউ যদি তা করতে না পারেন, তা হলে পদে থেকে কী লাভ?’’ মেয়রের আরও বক্তব্য, নিয়ম মেনে পরামর্শদাতা নিয়োগ করতে সময়ও লাগে। তার জেরে অযথা দেরি হয় কাজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE