বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটে, আজ, বৃহস্পতিবার যান চলাচল সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাস পথে নামানোর পাশাপাশি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে রাজ্য পরিবহণ নিগমের ১২০০টি বাস চালানো হবে। এ ছাড়াও, জেলা শহরগুলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের যে সব বাস চলে, সেগুলি আজ, ধর্মঘটের দিনেও পথে নামবে। সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম প্রায় ৯০০টি বাস চালাবে বলে খবর। সচল থাকবে মেট্রো, ট্রাম, শহরতলির ট্রেন এবং জলপথে ভেসেল পরিষেবা।
কলকাতায় বেসরকারি বাস-মিনিবাস পথে নামাতে গত মঙ্গলবার বিভিন্ন বাসমালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকেরা। রাস্তায় ধর্মঘট সমর্থকদের দাপটে গোলমালের পরিস্থিতি তৈরি হওয়া রুখতে সকাল থেকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। ধর্মঘটে কোথাও বাস ভাঙচুরের ঘটনা ঘটলে সকারের পক্ষ থেকে বিমার আশ্বাসও দেওয়া হয়েছে। রাস্তায় গোলমাল সামাল দিতে পরিবহণ দফতর বিশেষ টোল ফ্রি নম্বর (৮০০৩৪৫৫২৯২) চালু করেছে। এ ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৮৯০২০১৭১৯১ নম্বরে অভিযোগ জানানো যাবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।
মঙ্গলবার বাসমালিক সংগঠনগুলির সঙ্গে পরিবহণ দফতরের বৈঠকে যোগ দেয়নি জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস। সংগঠনের তরফে কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ আইন এবং পেট্রল-ডিজেলের চড়া মূল্যবৃদ্ধির বিরোধিতা করা হয়েছে। তবে কর্মীরা বাস রাস্তায় নামালে তাঁদের আপত্তি নেই বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।