Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সহায় পুলিশ

ট্যাক্সি থেকে নেমে মহাত্মা গাঁধী রোড ধরে দৌড়চ্ছেন এক মহিলা। দৌড়তে দৌড়তে তিনি পোঁছে গেলেন হাওড়া সেতুতে। সেতুর ওই জায়গায় একাধিক বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ফলে পুলিশ ওই মহিলাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ধরে ফেলে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০০:০১
Share: Save:

ট্যাক্সি থেকে নেমে মহাত্মা গাঁধী রোড ধরে দৌড়চ্ছেন এক মহিলা। দৌড়তে দৌড়তে তিনি পোঁছে গেলেন হাওড়া সেতুতে। সেতুর ওই জায়গায় একাধিক বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ফলে পুলিশ ওই মহিলাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ধরে ফেলে। পরে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ জানায়, প্রীতি মাঝি নামে আরামবাগের বাসিন্দা ওই মহিলা পার্ক সার্কাস থেকে একটি ট্যাক্সিতে উঠেছিলেন। দুপুর দেড়টা নাগাদ বড়বাজারে মহাত্মা গাঁধী রোড দিয়ে যাওয়ার সময়ে তিনি আচমকাই ট্যাক্সি থেকে নেমে দৌড়তে থাকেন। ওই মহিলার আচরণে হতভম্ব হয়ে যান আশপাশের লোকজন। পিছন থেকে চিৎকার করতে থাকেন ট্যাক্সিচালক। তবে পুলিশ ওই মহিলাকে দেখতে পেয়ে ধরে ফেলে বড়বাজার থানা নিয়ে আসে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রীতির কিছু মানসিক সমস্যা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police taxi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE