Advertisement
০৪ মে ২০২৪

চালক কেন গ্রেফতার, বন্ধ অটো

এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দু’দিন আগেই গ্রেফতার করা হয়েছিল এক অটোচালককে। তার প্রতিবাদে বুধবার সকালে গোলপার্ক-গড়িয়া রুটে বন্ধ রইল অটো চলাচল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০০:১০
Share: Save:

এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দু’দিন আগেই গ্রেফতার করা হয়েছিল এক অটোচালককে। তার প্রতিবাদে বুধবার সকালে গোলপার্ক-গড়িয়া রুটে বন্ধ রইল অটো চলাচল। ব্যস্ত সময়ে এই ঘটনায় নাকাল হলেন অসংখ্য অফিস-যাত্রী। অনেক যাত্রীর সঙ্গে অটোচালকদের বচসাও হয়। দুপুর ২টোর পরে ওই রুটে অটো চলাচল আবার স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে এক কলেজছাত্রী বাঘা যতীন থেকে অটোয় উঠেছিলেন। অভিযোগ, অটোতেই তাঁর শ্লীলতাহানি করে চালক শঙ্কর বিশ্বাস। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের সামনে নেমে ওই তরুণী ১০০ ডায়ালে ফোন করে সব জানান। তার পরেই পুলিশ শঙ্করকে গ্রেফতার করে। গোলপার্ক-গড়িয়া রুটের অটোচালকদের একাংশ জানান, ওই চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। বিভিন্ন সময়ে বি‌ভিন্ন সময়ে পুলিশ অভিযোগ খতিয়ে না দেখে অটোচালকদের উপরে অত্যাচার করছে। তার বিরুদ্ধেই তাঁদের এই প্রতিবাদ। দক্ষিণ কলকাতা তৃণমল শ্রমিক সংগঠনের সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, ‘‘অভিযোগ করলেই কেউ দোষী হয়ে যায় না। পুলিশ বিষয়টি দেখছে। তবে যাঁরা অটো চালানো বন্ধ রাখলেন, তাঁরাও অন্যায় করেছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Auto rickshaw
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE