কলকাতা ও রাজ্য পুলিশের কর্তাদের সতর্ক করে আগেই মেল করেছিলেন তিনি। অনলাইনে বেআইনি ভাবে অবাধে ওয়্যারলেস সেট বিক্রি হচ্ছে বলে এ বার দিল্লিকে জানালেন কলকাতার হ্যাম রেডিয়ো অপারেটর আর্য ঘোষ। আশঙ্কা, সেই সেট ব্যবহার করে আকাশে থাকা পাইলটের সঙ্গে বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসি-র যোগাযোগের মধ্যে ঢুকে যেতে পারেন যে-কেউ। তাতে বাড়তে পারে বিপদ। ঘটতে পারে দুর্ঘটনা।
বেতার ও উপগ্রহ যোগাযোগের কাজ করেন আর্যবাবু। দিল্লিতে বিমানবন্দর কর্তৃপক্ষের এগ্জিকিউটিভ ডিরেক্টর (এয়ার ট্র্যাফিক ম্যানেজমেন্ট) কল্যাণ চৌধুরীকে ইমেল করে ওয়্যারলেস সেটের অবৈধ বিক্রিবাটার কথা জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অনলাইন শপিং পোর্টালে যে-ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস সেট বিক্রি হচ্ছে, তার মধ্যে রয়েছে ট্রান্সিভারও। ওই যন্ত্রে ট্রান্সমিটার ও রিসিভার দু’টিই আছে। উড়ন্ত বিমানের পাইলটদের প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে হয় মাটিতে থাকা এটিসি-র সঙ্গে। মূলত এটিসি-ই পথ দেখিয়ে নিয়ে যায় তাঁদের। সামান্যতম হিসেবের ভুলে সেখানে বড়সড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়।
আর্যবাবুর আশঙ্কা, “কোনও অসৎ ব্যক্তি চাইলে অনলাইন থেকে কেনা ট্রান্সিভার ব্যবহার করে উড়ে যাওয়া বিমানের পাইলট এবং এটিসি অফিসারের কথাবার্তার মধ্যে ঢুকে যেতে পারে। এমনকি চাইলে সে কথাও বলতে পারে। ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোনও অসৎ ব্যক্তি ভুল দিক-নির্দেশ বা অন্য উচ্চতায় তুলে দিতে পারে পাইলটকে। সেই নির্দেশ এটিসি-র লোকজন ছাড়া অন্য কারও কাছ থেকে আসছে কি না, পাইলটের পক্ষে বোঝা সম্ভব নয়। সেই দিক-নির্দেশ অনুযায়ী পাইলট ভুল করলে তার পরিণতি তো ভয়ানক হতে পারে।”