Advertisement
Back to
Presents
Associate Partners
Sandeshkhali Incident

সাদা কাগজে সই, ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ নিয়ে মুখ খুললেন সন্দেশখালির শাহজাহান, কী বললেন?

তিন দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার শাহজাহান শেখকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। সন্দেশখালিতে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ প্রসঙ্গে সেখানেই মুখ খোলেন তিনি।

সন্দেশখালির নতুুন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শাহজাহান শেখ।

সন্দেশখালির নতুুন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শাহজাহান শেখ। গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১২:১৮
Share: Save:

সন্দেশখালিতে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন শাহজাহান শেখ। তিন দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। কোর্ট চত্বরে তাঁর কাছে সন্দেশখালির বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে।’’ শাহজাহানের পাশাপাশি শেখ আলমগির, জিয়াউদ্দিন-সহ আরও তিন জনকে বসিরহাট আদালতে হাজির করানো হয় শুক্রবার।

সন্দেশখালিতে ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের স্টিং অপারেশনের ভিডিয়ো নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ভিডিয়োটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। সেই ভিডিয়োয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যে’ অভিযোগ দায়ের করানো হয়েছিল থানায়। টাকার বিনিময়ে সেই অভিযোগ করানো হয়েছিল মহিলাদের দিয়ে। তা নিয়ে গত মঙ্গলবারই মুখ খুলেছিলেন শাহজাহান। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “বিজেপি তো স্টিং ভিডিয়োটাকে ফেক বলছে, কী বলবেন?” উত্তরে বেশ খোশমেজাজেই শাহজাহান বলেন, “ফেক না, ওটা অরিজিনালই।”

এর পরেই সন্দেশখালির জনা তিনেক মহিলা বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োগুলিরও সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ওই ভিডিয়োয় সন্দেশখালির ওই তিন মহিলা দাবি করেছেন, তাঁদের দিয়েও ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছিল পুলিশের কাছে। সাদা কাগজে তাঁদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল। তিন মহিলার দাবি নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার তা নিয়েই মুখ খুলেছেন শাহজাহান।

ওই তিন মহিলা স্থানীয় এক বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মাম্পির নামে থানায় অভিযোগও হয়েছে। পুলিশ তাঁকে সমনও পাঠিয়েছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রশ্ন তুলেছেন, তিন মাস পর কেন এ সব অভিযোগ তোলা হচ্ছে? এ দিকে, ‘স্টিং ভিডিয়ো’কাণ্ডে যে বিজেপি নেতার বয়ান নিয়ে এত বিতর্ক, সেই গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sandeshkhali Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE