Advertisement
২৩ মে ২০২৪

জামিনের আর্জি খারিজ

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল রেড রোড কাণ্ডের প্রধান অভিযুক্ত তৌসিফ সোহরাব ওরফে সাম্বিয়ার জামিনের আবেদন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০০:২৭
Share: Save:

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল রেড রোড কাণ্ডের প্রধান অভিযুক্ত তৌসিফ সোহরাব ওরফে সাম্বিয়ার জামিনের আবেদন। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসু সাম্বিয়ার জামিন খারিজ করে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন, ছ’মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে। সাম্বিয়ার জামিন নিয়ে এর আগে হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের ডিভিশন বেঞ্চে সাম্বিয়ার জামিনের আবেদনের মামলাটির শুনানিতে বিচারপতি রায় জানিয়ে দেন, ঘটনার গুরুত্ব ও গভীরতা দেখে তিনি জামিনের আবেদন নাকচ করছেন। বিচারপতি কারনান অবশ্য জামিনের আবেদন মঞ্জুর করেন। তার ফলে মামলাটির বিচারের জন্য তৃতীয় বিচারপতির কাছে পাঠানো হয় প্রধান বিচারপতির কার্যালয় থেকে। দু’দিন ধরে মামলার শুনানি হয়। গত সোমবার শুনানি শেষে বিচারপতি বসু জানিয়ে দেন, এ দিন বিকেলে তিনি রায় ঘোষণা করবেন।

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি ফোর্ট উইলিয়ামের অদূরে সাম্বিয়ার গাড়ির ধাক্কায় মারা যান বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌঢ়। পরে সে ঘটনাস্থল থেকে পালায়। ১৬ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। ১০ মার্চ পুলিশ তার বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট পেশ করে।

এ দিন বিচারপতি বসু তাঁর রায়ে জানান, দু’জন ট্রাফিক কনস্টেবল অভিযুক্তকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করে। কিন্তু তাতেও গাড়ি থামানো হয়নি। এমনকী, ঘটনার পরেও অভিযুক্তের ব্যবহার (পালিয়ে যাওয়া) নিয়ে তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sambia sohrab bail red road case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE