Advertisement
১৬ মে ২০২৪

দু’টি বাসের গাফিলতি, জখম দুই যাত্রীর পা

আহিরীটোলার বাসিন্দা, বছর চব্বিশের বাসুদেব বেসরকারি সংস্থায় কাজ করেন। পরিবার সূত্রের খবর, এ দিন তিনি হাতিবাগান থেকে ২১৯ নম্বর রুটের বাসে ওঠেন।

জখম: হাতিবাগান ও সিঁথির মোড়ের দু’টি পৃথক পথ দুর্ঘটনায় আহত দুই যাত্রী। দু’জনেরই বাঁ পায়ে গুরুতর চোট লেগেছে। মঙ্গলবার, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ছবি: রণজিৎ নন্দী।

জখম: হাতিবাগান ও সিঁথির মোড়ের দু’টি পৃথক পথ দুর্ঘটনায় আহত দুই যাত্রী। দু’জনেরই বাঁ পায়ে গুরুতর চোট লেগেছে। মঙ্গলবার, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ছবি: রণজিৎ নন্দী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৩
Share: Save:

বাস থেকে তাড়াহুড়ো করে নামতে বলা হয় যুবককে। আর তাড়াতাড়ি নামতে গিয়েই বাসের চাকা তাঁর বাঁ পায়ের উপর দিয়ে চলে যায়। এমনই অভিযোগ পরিবারের। প্রাণে বাঁচলেও গুরুতর জখম অবস্থায় ওই যুবক আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ঘটনাটি হাতিবাগান মোড়ের ঘটনা। আহতের নাম বাসুদেব সাহা।

আহিরীটোলার বাসিন্দা, বছর চব্বিশের বাসুদেব বেসরকারি সংস্থায় কাজ করেন। পরিবার সূত্রের খবর, এ দিন তিনি হাতিবাগান থেকে ২১৯ নম্বর রুটের বাসে ওঠেন। কন্ডাক্টর বাসুদেবকে জানান, বাসটি কলেজ স্ট্রিট যাবে না। ওই যুবক যখন বাস থেকে নামতে যান, তখনই সেটি ছেড়ে দেয়। টাল সামলাতে না পেরে বাসুদেব পড়ে যান বলে অভিযোগ। সে সময়েই বাসের পিছনের চাকা তাঁর বাঁ পায়ের উপর দিয়ে চলে যায়।

বাসুদেবের বাবা বংশীবদনবাবু বলেন, ‘‘ছেলেটা সকালে বাড়ি থেকে বেরোল। তার পরে এই ঘটনা। আজকাল তো যেমন ভাবে খুশি বাস চলে রাস্তায়।’’ ট্রলিতে শুয়ে বাসুদেব বলেন, ‘‘নামতে যাচ্ছি। বাসটা হঠাৎ গতি বাড়িয়ে দিল। টাল সামলাতে পারিনি!’’ ধরা পড়েছে বাসচালক।

অন্য দিকে, এ দিন সকাল পৌনে ১১টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে চিড়িয়ামোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ২২২ নম্বর রুটের একটি বাসে উঠতে গিয়ে পড়ে যান বরাহনগরের বাসিন্দা পিঙ্কু ঘোষাল। তাঁর বাঁ পা গুরুতর জখম হয়েছে। আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ওই বাসচালকও গ্রেফতার হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE