Advertisement
১৬ মে ২০২৪

সচেতনতা বাড়াতে ভিডিও প্রদর্শনী

মেয়র জানান, মশাবাহিত রোগ নিবারণে কলকাতা পুরসভা দেশের অন্য শহরের চেয়ে অনেক এগিয়ে। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম দফতর থেকেই তার মান্যতা মিলেছে। সেই লক্ষ্যেই কলকাতা পুর প্রশাসন কাজ চালিয়ে যাবে।

প্রচার: বিভিন্ন ওয়ার্ডে ঘুরবে এমনই ভ্যান। নিজস্ব চিত্র

প্রচার: বিভিন্ন ওয়ার্ডে ঘুরবে এমনই ভ্যান। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০৩:১১
Share: Save:

মশা নিধন কর্মসূচির পাশাপাশি কলকাতার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের ডেঙ্গি এবং ম্যালেরিয়া রোধে সচেতনতা বাড়াতে মোবাইল ভিডিও প্রদর্শনী চালু করল পুরসভা। বুধবার পুর ভবনে এর সূচনা করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভা সূত্রের খবর, আপাতত তিনটি মোবাইল ভ্যান শহরের ১৪৪টি ওয়ার্ডে ঘুরবে। এ দিন সন্ধ্যা থেকেই তা চালু হয়ে গিয়েছে।

মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, মূলত অগস্ট ও সেপ্টেম্বর— এই দু’মাসে মশার উপদ্রব বাড়ে। ফলে মশাবাহিত রোগ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সে দিকে লক্ষ রেখেই ১৫ মিনিটের তথ্যচিত্র বানানো হয়েছে। মশার কামড় থেকে কী ভাবে বাঁচা যাবে, রোগ নিবারণে কী করতে হবে এবং ডেঙ্গি-ম্যালেরিয়া আটকাতে পুরসভার দল কী করছে— তথ্যচিত্রে সে সবই তুলে ধরা হয়েছে। আগামী দু’মাস প্রতিটি ওয়ার্ডে ঘুরবে ওই ভ্যান। মেয়র পারিষদ আরও জানান, এই সময়ে কলকাতা পুরসভার মশা নিবারণের কাজে যুক্ত কর্মীদের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হচ্ছে।

মেয়র জানান, মশাবাহিত রোগ নিবারণে কলকাতা পুরসভা দেশের অন্য শহরের চেয়ে অনেক এগিয়ে। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম দফতর থেকেই তার মান্যতা মিলেছে। সেই লক্ষ্যেই কলকাতা পুর প্রশাসন কাজ চালিয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Video Mosquito Dengue ডেঙ্গি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE